India Coronavirus Updates :দেশে করোনায় দৈনিক সংক্রমণ ৪০ হাজারের কম হলেও ৬০০ ছাড়াল মৃতের সংখ্যা
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় ৬১৭ জনের মৃত্যু হয়েছে।
নয়াদিল্লি: ভারতে করোনায় দৈনিক সংক্রমণ ৪০ হাজারের নীচে নামলেও ফের ৬০০ ছাড়াল দৈনিক মৃত্যুর সংখ্যা। দৈনিক মৃত্যু বাড়ল ৩০ শতাংশের বেশি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় ৬১৭ জনের মৃত্যু হয়েছে। একদিনে আক্রান্তের সংখ্যা ৩৮ হাজার ৬২৮। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪০ হাজার ১৭ জন।
দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ২৭ হাজার ৩৭১ জনের।মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ১৮ লক্ষ ৯৫ হাজার ৩৮৫। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪ লক্ষ ১২ হাজার ১৫৩। করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ১০ লক্ষ ৫৫ হাজার ৮৬১ জন।
অগাস্টে এই নিয়ে দ্বিতীয়বার করোনায় দৈনিক সংক্রমণ ৪০ হাজারের কম হল। কিন্তু মৃতের সংখ্যা বাড়ল। চলতি মাসে এই প্রথমবার দৈনিক মৃতের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে।এদিনের পরিসংখ্যান অনুযায়ী, দৈনিক আক্রান্তের থেকে দৈনিক সুস্থ হওয়ার সংখ্যা বেশি। এই পরিসংখ্যান অনুযায়ী, একদিনে অ্যাক্টিভ আক্রান্তর সংখ্যা ২০০৬ কমেছে।
এর আগে গত ২ অগাস্ট দৈনিক করোনা আক্রান্তর সংখ্যা ছিল ৩০,৫৪৯। এছাড়া ১ অগাস্ট ৪০,১৩৪ , ৩ অগাস্ট ৪২,৬২৫, ৫ অগাস্ট ৪৪,৬৪৩ ছিল দৈনিক করোনা আক্রান্তর সংখ্যা।
কেরলে শুক্রবার দেশের সবচেয়ে বেশি ছিল দৈনিক করোনা আক্রান্তর সংখ্যা। দক্ষিণের এই রাজ্যে শুক্রবার দৈনিক করোনা আক্রান্তর সংখ্যা ছিল ১৯,৯৪৮। সবমিলিয়ে রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩৫ লক্ষ ১৩ হাজার ৫৫১। গত একদিনে রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ১৮৭ জনের। সবমিলিয়ে রাজ্যের মৃতের সংখ্যা ১৭,৫১৫। মলাপ্পুরমে দৈনিক আক্রান্তর সংখ্যা সবচেয়ে বেশি। গত ২৪ ঘণ্টায় আক্রান্তর সংখ্যা ৩৪১৭। এরপরেই রয়েছে এর্নাকুলাম। আক্রান্তর সংখ্যা ২৩১০।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, ৬ অগাস্ট পর্যন্ত দেশজুড়ে মোট ৫০ কোটি ১০ লক্ষ করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে। গত কাল ৪৯.৫৫ লক্ষ টিকার ডোজ দেওয়া হয়েছে।