এক্সপ্লোর
Advertisement
২০২২ নাগাদ ভারতীয় অর্থনীতির চেহারা দ্বিগুণ বেড়ে ৫ ট্রিলিয়ন মার্কিন ডলার হবে, জানালেন প্রধানমন্ত্রী
নয়াদিল্লি: ২০২২ নাগাদ ভারতীয় অর্থনীতির চেহারা দ্বিগুণ বেড়ে হবে ৫ ট্রিলিয়ন মার্কিন ডলার। তাতে ম্যানুফ্যাকচারিং ও কৃষির অবদান হবে ১ ট্রিলিয়ন মার্কিন ডলার করে। বৃহস্পতিবার এখান ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল কনভেনশন অ্যান্ড এক্সপো-র ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের ভাষণে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর দাবি, ভারতীয় অর্থনীতি ৮ শতাংশের বেশি হারে বাড়বে, অর্থনীতির বুনিয়াদি কাঠামো শক্তিশালী রয়েছে, ব্যাপক কর্মসংস্থা্নের জোয়ার দেখা যাচ্ছে তথ্য প্রযুক্তি ও খুচরো ব্যবসায়। সরকারের মেক-ইন-ইন্ডিয়া উদ্যোগে দেশে ব্যবহৃত ৮০ শতাংশ মোবাইলই এখন দেশের ভিতরেই তৈরি হচ্ছে এবং তা ৩ লক্ষ কোটি টাকা বিদেশি বিনিময় মুদ্রা সঞ্চয়ে সাহায্য করছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
তাঁর সরকারের কঠোর সিদ্ধান্ত নেওয়ার সাহস আছে বলে দাবি করেন প্রধানমন্ত্রী। উদাহরণ হিসাবে দেশের তৃতীয় সর্ববৃহত্ ঋণদাতা ব্যাঙ্ক গড়তে সাম্প্রতিক দেনা ব্যাঙ্ক, বিজয়া ব্যাঙ্ক ও ব্যাঙ্ক অব বরোদার সংযুক্তিকরণের উল্লেখ করে তিনি বোঝাতে চান যে, সরকার জাতীয় স্বার্থে কঠিন সিদ্ধান্ত নিতে পিছপা হবে না।
সরকারের সাহসী পদক্ষেপ হিসাবে ব্যাঙ্ক সংযুক্তিকরণ ছাড়াও প্রধানমন্ত্রী টেনে আনেন জিএসটি চালুর প্রসঙ্গ যাতে ১৭টি কেন্দ্রীয় ও রাজ্য কর মিশিয়ে দেওয়া হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement