ভারতে করোনায় মৃতের সংখ্যা পার ১ লক্ষ
বিশ্বে করোনায় মৃতের প্রায় ১০ শতাংশই ভারতে
নয়াদিল্লি: বিশ্বে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা চলতি সপ্তাহেই ছাড়িয়ে গিয়েছে ১০ লক্ষ। এবার ভারতেও করোনায় মৃতের সংখ্যা এক লক্ষ ছাড়িয়ে গেল।
অর্থাত্ বিশ্বে করোনায় মৃতের প্রায় ১০ শতাংশই ভারতে। আমেরিকা, ব্রাজিলের পর ভারতই একমাত্র দেশ, যেখানে মৃতের সংখ্যা লক্ষাধিক।
শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ১ হাজার ৬৯ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। শুক্রবার সংখ্যাটা ছিল ১ হাজার ৯৫। বৃহস্পতিবার ১ হাজার ১৮১।
এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হল ১ লক্ষ ৮৪২। আমেরিকায় করোনায় মৃতের সংখ্যা বিশ্বে সবচেয়ে বেশি। প্রায় সোয়া দু’লক্ষ (২ লক্ষ ১৩ হাজার ৫২৪) । ব্রাজিলে করোনায় মৃতের সংখ্যা ১ লক্ষ ৪৫ হাজার ৪৩১।
ভারতের মধ্যে শুধুমাত্র মহারাষ্ট্রেই প্রায় ৪০ শতাংশ মানুষের মৃত্যু হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, এখনও পর্যন্ত মহারাষ্ট্রেই মৃত্যু হয়েছে ৩৭ হাজার ৯১৭ জনের। তামিলনাড়ুতে মৃতের সংখ্যা প্রায় ১০ হাজার।(৯৬৫৩)। কর্ণাটকে ৯ হাজার ১৩৮, অন্ধ্রপ্রদেশে ৫ হাজার ৯০০ ও উত্তরপ্রদেশে ৫ হাজার ৯১৭।
১২ মার্চ কর্ণাটকের কালবুর্গিতে দেশে প্রথম করোনা আক্রান্তের মৃত্যু হয়। তারপর থেকে ক্রমেই ভারতে করোনায় মৃত্যুর গ্রাফ ঊর্দ্ধমুখী। ২৮ এপ্রিল দেশে করোনায় মৃতের সংখ্যা ১ হাজার পেরিয়ে যায়। মৃতের সংখ্যা ১০ হাজারে পৌঁছয় ১৬ জুন। ঠিক এক মাস পর (১৬ জুলাই) মৃতের সংখ্যা ২৫ হাজারে পৌঁছে যায়।
অগাস্টের ১৬ তারিখে ভারতে করোনা আক্রান্তের মৃতের সংখ্যা দাঁড়ায় ৫০ হাজারে। গত মাসের ৯ তারিখে সেই সংখ্যা পৌঁছয় ৭৫ হাজারে। অবশেষে ৩ অক্টোবর মৃতের সংখ্যা এক লক্ষ পেরিয়ে গেল।
মৃত্যুর পাশাপাশি উদ্বেগ বাড়াচ্ছে দেশে করোনায় সংক্রমণের ছবিটাও। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৭৯ হাজার ৪৭৬ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৪ লক্ষ ৭৩ হাজার ৫৪৫।
তবে কিছুটা আশার আলো সুস্থতায়। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৫ হাজার ৬২৮ জন। দেশে এখনও পর্যন্ত ৫৪ লক্ষ ২৭ হাজার ৭০৭ জন করোনা মুক্ত হয়েছেন। সুস্থতার হার বেড়ে হয়েছে ৮৩.৮৪ শতাংশ।