এক্সপ্লোর
Advertisement
সিএএ নিয়ে আলোচনা করতে কাল অমিত শাহের বাসভবনে যাবেন, ঘোষণা শাহিনবাগের আন্দোলনকারীদের
শাহিনবাগে দু’মাসেরও বেশি ধরে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে বিক্ষোভ চলছে।
নয়াদিল্লি: সম্প্রতি একটি অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেন, নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে যে কারও সঙ্গে আলোচনায় বসতে তৈরি তিনি। তাঁর এই মন্তব্যের পরেই শাহিনবাগের আন্দোলনকারীরা জানালেন, ‘অমিত শাহের আমন্ত্রণ গ্রহণ করে আমরা আগামীকাল দুপুর দুটোয় তাঁর বাসভবনের দিকে মিছিল করে যাব। ইতিমধ্যেই দেড় লক্ষ মানুষ এই মিছিলে যোগ দেওয়ার কথা জানিয়েছেন। আরও বেশি মানুষ যাবেন বলে আশা করা হচ্ছে। আমরা সারা দেশের মানুষকে আসার আহ্বান জানাচ্ছি।’
শাহিনবাগে দু’মাসেরও বেশি ধরে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে বিক্ষোভ চলছে। দিল্লি বিধানসভার প্রচার চলাকালীন বিজেপি নেতাদের নিশানায় ছিল এই আন্দোলন। স্বরাষ্ট্রমন্ত্রীও বলেন, ‘এমন জোরে ইভিএম-এর বোতাম টিপুন যাতে শাহিনবাগে বিদ্যুতের শক লাগে।’ কিন্তু ভোটে হারার পর তিনিই বলেছেন, শাহিনবাগ নিয়ে বিজেপি নেতাদের বিতর্কিত মন্তব্য করা উচিত হয়নি। হয়তো সেই কারণেই দিল্লিতে হারতে হয়েছে বিজেপি-কে। তিনি আলোচনায় বসার কথাও জানান। এরপরেই তাঁর সঙ্গে দেখা করার কথা জানিয়েছেন শাহিনবাগের আন্দোলনকারীরা। তাঁরা জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকারের আবেদন জানাননি। তাঁর ঘোষণাকেই ‘আমন্ত্রণ’ বলে ধরে নিয়ে কাল আলোচনা করতে যাচ্ছেন।
শাহিনবাগের অবস্থান বিক্ষোভ তুলে দেওয়ার আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছে। দিল্লি বিধানসভা নির্বাচন চলাকালীন এ বিষয়ে কোনও রায় দেয়নি আদালত। সোমবার শুনানি হওয়ার কথা। তার আগে কাল এই আন্দোলনকে অন্য মাত্রা দেওয়ার কথা ঘোষণা করলেন প্রতিবাদীরা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ইন্ডিয়া
খবর
জেলার
Advertisement