এক্সপ্লোর
৩ রাজ্যে স্বঘোষিত গডম্যান কল্কি ভগবানের ডেরায় আয়কর হানা, বাজেয়াপ্ত ৪৪ কোটি টাকা, ৯০ কেজি সোনা
৩০০ আধিকারিক চেন্নাই, হায়দরাবাদ, বেঙ্গালুরু, চিত্তুর ও কুপ্পমে পাঁচদিন ধরে তল্লাশি চালান।

নয়াদিল্লি: স্বঘোষিত গডম্যান কল্কি ভগবান ও তাঁর ছেলে কৃষ্ণর ডেরায় হানা দিয়ে ৪৪ কোটি টাকা ও ৯০ কেজি সোনা বাজেয়াপ্ত করল আয়কর দফতর। ৩০০ আধিকারিক চেন্নাই, হায়দরাবাদ, বেঙ্গালুরু, চিত্তুর ও কুপ্পমে পাঁচদিন ধরে তল্লাশি চালান। সেই তল্লাশিতেই মোট ১০৫ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। আয়কর দফতর সূত্রে খবর, কল্কি ভগবান ও তাঁর ছেলের সংস্থার বিরুদ্ধে আয়কর ফাঁকি দেওয়া এবং আর্থিক তছরুপের অভিযোগ মেলার পরেই তল্লাশি চালানো হয়। হাওয়ালার মাধ্যমে বিদেশে ৮৫ কোটি টাকা বিনিয়োগ, ১১৫ কোটি টাকার গোপন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ৪০৯ কোটি টাকা নগদের রসিদ পাওয়া গিয়েছে তল্লাশিতে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















