এক্সপ্লোর
Advertisement
বাজপেয়ীর জীবন স্কুলপাঠ্যে অন্তর্ভুক্ত করছে, সিদ্ধান্ত ঝাড়খন্ড সরকারের
রাঁচি: প্রয়াত অটলবিহারী বাজপেয়ীর জীবন ও ভাবনাচিন্তাকে স্কুলপাঠ্যে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিল ঝাড়খন্ড সরকার। এ ব্যাপারে শিক্ষামন্ত্রীকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী রঘুবর দাশ। তাঁকে উদ্ধৃত করে এক বিবৃতিতে বলা হয়েছে, পরবর্তী প্রজন্ম যাতে ওনার সম্পর্কে জানতে পারে, সেজন্যই প্রয়াত বাজপেয়ীর জীবন ও চিন্তাভাবনা স্কুলের সিলেবাসে ঢোকাবে রাজ্য সরকার।
মুখ্যমন্ত্রী বলেছেন, বাজপেয়ী হলেন ঝাড়খন্ডের স্রষ্টা। প্রয়াত ২০০০ এর ১৫ নভেম্বর বিহারকে টুকরো করে যখন ঝাড়খন্ড আলাদা রাজ্য হিসাবে গঠিত হয়, তখন কেন্দ্রে বাজপেয়ীর নেতৃত্বাধীন এনডিএ সরকার কেন্দ্রে ক্ষমতায়। বাজপেয়ীর জন্য বিশেষ কিছু করা রাজ্যবাসী ও রাজ্য সরকারের কর্তব্য বলে উল্লেখ করেন রঘুবর।
তিনি নয়াদিল্লিতে বাজপেয়ীর শেষকৃত্যে ছিলেন। বাজপেয়ীর প্রয়াণ দেশের অপূরণীয় ক্ষতি করেছে বলে জানিয়ে রঘুবর বলেন, উনি সর্বদা আমাদের অনুপ্রেরণা, আদর্শ হয়ে থাকবেন। ঝাড়খন্ডের প্রধান ৫টি নদীতে ওনার চিতাভস্ম ভাসানো হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
মালদা
শিক্ষা
জেলার
Advertisement