Kangana Ranaut LIVE UPDATES: কতটা ক্ষয়ক্ষতি জানতে ভাঙাচোরা ‘মণিকর্ণিকা ফিল্মসে’ অফিস পরিদর্শন কঙ্গনার
Kangana Ranaut UPDATES: আরও চরমে শিবসেনা-কঙ্গনা সংঘাত। বেআইনি নির্মাণের অভিযোগে অভিনেত্রীর প্রযোজনা সংস্থার অফিস ভাঙে বৃহন্মুম্বই পুরসভা। গতকাল পুরসভার তরফে নোটিস দেওয়া হলেও, ভাঙার নির্দেশ দেওয়া হয়নি। নোটিস পাওয়ার পরেই বুলডোজার আনা হয়নি বলে ট্যুইটারে কটাক্ষ করেন কঙ্গনা। এরপরই আজ সকালে মণিকর্ণিকা ফিল্মসের অফিস ভাঙার নোটিস দেওয়ার পর ভাঙার কাজ শুরু হয়। বম্বে হাইকোর্টের দ্বারস্থ হন কঙ্গনা। তাঁর দাবি, কোনও বেআইনি নির্মাণ হয়নি। আদালত এই ভাঙার নির্দেশে স্থগিতাদেশ দেয়।
LIVE
Background
মুম্বই: একদিকে কঙ্গনা মোহালি থেকে মুম্বইয়ের উদ্দেশে যখন রওনা দিলেন, ঠিক সেই সময় তাঁর মুম্বইয়ের অফিস ভাঙার কাজ শুরু করল বৃহন্মুম্বই পুরসভা।
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে লাগাতার শিবসেনার সঙ্গে সংঘাতে জড়িয়েছেন কঙ্গনা রানাওয়াত! বিতর্ক আরও বাড়ে কঙ্গনার মুম্বইয়ের সঙ্গে পাক অধিকৃত কাশ্মীরের তুলনা করায়।
এই সংঘাতের আবহে মঙ্গলবার কঙ্গনাকে "Y+" ক্যাটাগোরির নিরাপত্তা দেয় মোদি সরকার। অর্থাৎ সবসময় ১১জন সশস্ত্র সিআরপিএফ কমান্ডো কঙ্গনা রানাওয়াতের সঙ্গে থাকবে। এছাড়াও পার্সোনাল সিকিউরিটি অফিসার পাবেন কঙ্গনা। একজন সশস্ত্র নিরাপত্তারক্ষী মোতায়েন থাকবেন তাঁর বাড়িতে। এরপরই অমিত শাহকে ধন্যবাদ জানান কঙ্গনা! এই নিরাপত্তা নিয়েই মঙ্গলবার মানালি থেকে মুম্বইয়ের উদ্দেশে রওনা দেন কঙ্গনা রানাওয়াত।
এদিকে এরইমধ্যে মঙ্গলবার বেআইনি নির্মাণের অভিযোগে মুম্বইয়ের পালি হিলসে কঙ্গনা রানাউতের অফিসে নোটিস লাগিয়ে দেয় শিবসেনা পরিচালিত বৃহন্মুম্বই পুরসভা। তাদের অভিযোগ, অফিস তৈরির সময় বিএমসি-র নিয়মগুলি মানা হয়নি। অফিসের দোতলার অংশটি বেআইনি ভাবেই তৈরি করা হয়েছে। নকশায় যে অংশটিকে টয়লেট বলে দেখানো হয়েছিলো, সেটিকে এখন অন্য কাজে ব্যবহার করা হয়।
পাল্টা কঙ্গনার দাবি, তাঁর অফিস সম্পূর্ণ ভাবে আইন মেনেই তৈরি করা হয়েছে। কঙ্গনা কটাক্ষের সুরে টুইট করে বলেছেন, বিএমসি আমার বিরুদ্ধে ক্যাভিয়েট ফাইল করেছে। ওরা আমার বাড়ি ভাঙতে মরিয়া। ওরা আমার বাড়ি ভাঙলেও, আমার মনোবল আরও বাড়বে।
'অফিস নয়, কঙ্গনার পালি হিলসের সম্পত্তিটি আসলে আবাসিক বাংলো' দাবি অভিনেত্রীর আইনজীবীর
বুধবার বৃহন্মুম্বই পুরসভার তরফে ভেঙে ফেলা হয় কঙ্গনা রানাউতের অফিস। গতকাল ট্যুইটে সেই ছবি ও ভিডিও প্রকাশ করলেও আজ প্রথম নিজের অফিসে গেলেন কঙ্গনা। অফিস ভাঙা প্রসঙ্গে কী বলছেন কঙ্গনার আইনজীবী?
গতকাল অফিসের একাংশ ভেঙে দিয়েছিল বৃহন্মুম্বই পুরসভা। যা নিয়ে আজও সরগরম জাতীয় রাজনীতি। ২৪ ঘণ্টার মধ্যে ভাঙাচোরা সেই অফিসেই গেলেন কঙ্গনা রানাওয়াত। মিনিট দশেক ঘুরে দেখেন গোটা অফিস। বিএমসি-র বুলডোজারের আঘাতে ‘মর্ণিকর্ণিকা ফিল্মসে’র দফতরের কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা বোঝার চেষ্টা করেন অভিনেত্রী।