Javed Akhtar Defamation Case: জাভেদ আখতারের মানহানির মামলায় কঙ্গনার জামিন
Kangana Ranaut granted bail in Jadev Akhtar defamation case: আজ আন্ধেরির আদালতে আদালতে হাজিরা দেন কঙ্গনা।
মুম্বই: জাভেদ আখতারের দায়ের করা মানহানির মামলায় জামিন পেলেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। আজ আন্ধেরির আদালতে আদালতে হাজিরা দেন কঙ্গনা। তিনি জামিনযোগ্য পরোয়ানা বাতিল করার আবেদন জানান। একইসঙ্গে জামিনের আর্জিও জানান এই অভিনেত্রী। তাঁর আবেদনে সাড়া দিয়ে ৩৫ হাজার টাকার বন্ডে জামিন মঞ্জুর করে আদালত।
এর আগে সমন জারি হওয়া সত্ত্বেও হাজিরা না দেওয়ায় ১ মার্চ কঙ্গনার বিরুদ্ধে জামিনযোগ্য পরোয়ানা জারি করে আদালত। বিচারপতি আর আর খান বলেন, ‘অভিযুক্ত কঙ্গনা রানাউত ইচ্ছাকৃতভাবে কোনও সঙ্গত কারণ ছাড়াই আদালতে হাজিরা দেননি। সমন জারি হওয়ার পরেও তিনি হাজিরা এড়িয়ে গিয়েছেন। সেই কারণে এই মামলায় অভিযুক্ত কঙ্গনা রানাউতের বিরুদ্ধে ১,০০০ টাকার জামিনযোগ্য পরোয়ানা জারি করা হচ্ছে।’
আদালত আরও বলে, ‘অভিযুক্ত কঙ্গনা রানাউতের বিরুদ্ধে পরোয়ানা জারি হওয়ার পরেও তিনি হাজিরা দেননি। তাঁর হাজিরা এড়িয়ে যাওয়ার পিছনে কোনও যুক্তিসঙ্গত কারণ ছিল না। তিনি হাজিরা থেকে অব্যাহতি চেয়ে আবেদনও জানাননি। সেই কারণে আইন অনুসারে তাঁর বিরুদ্ধে ১,০০০ টাকার জামিনযোগ্য পরোয়ানা জারি করা হচ্ছে।’
২০২০-এর ১৯ জুলাই একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কঙ্গনা দাবি করেন, অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর ঘটনার সঙ্গে জাভেদ আখতারের যোগ রয়েছে। এর জেরেই ২০২০-এর ৩ নভেম্বর কঙ্গনার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন জাভেদ আখতার। ভারতীয় দণ্ডবিধির ৪৯৯ ধারা (মানহানি) এবং ৫০০ ধারায় (মানহানির জন্য সাজা) মামলা দায়ের করা হয়। আদালতে হাজিরা না দিলেও, তাঁর বিরুদ্ধে পরোয়ানা জারি হওয়ার পর আাদলতের দ্বারস্থ হন কঙ্গনা। তিনি জামিনযোগ্য পরোয়ানা বাতিল করার আর্জি জানান। তাঁর সেই আবেদনে অবশ্য সাড়া দেয়নি আদালত। তবে এই মামলায় আজ আংশিক স্বস্তি পেলেন কঙ্গনা।