Bipin Rawat Demise: জেনারেল বিপিন রাওয়াতের মৃত্যু, শোকপ্রকাশ কঙ্গনা, কর্ণ জোহর, হেমা মালিনীদের
Demise Of CDS Gen Bipin Rawat: কুন্নুরে চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতকে নিয়ে ভেঙে পড়ল বায়ুসেনার এমআই সেভেন্টিন কপ্টার। পুড়ে ছাই যাত্রীদের দেহ। সনাক্তকরণে ডিএনএ পরীক্ষা।
মুম্বই: তামিলনাড়ুতে ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় সস্ত্রীক চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত সহ ১৩ জনের মৃত্যুর ঘটনায় সারা দেশের মতোই শোকাহত বলিউড তারকারাও। সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করেছেন অজয় দেবগন, কঙ্গনা রানাউত, অনুপম খের, ইয়ামি গৌতমরা।
ইনস্টাগ্রাম স্টোরিতে জেনারেল বিপিন রাওয়াতের একটি ছবি শেয়ার করেছেন কঙ্গনা। এরই সঙ্গে তিনি লিখেছেন, ‘মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় শ্রী বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রীর মৃত্যু এ বছরের সবচেয়ে ভয়াবহ খবর। দেশের প্রতি তাঁর অবদানের জন্য দেশ চিরকাল জেনারেল রাওয়াতের প্রতি কৃতজ্ঞ থাকবে। ওম শান্তি, জয় হিন্দ।’
অভিনেত্রী ও রাজনীতিবিদ হেমা মালিনী ট্যুইট করে শোকপ্রকাশ করেছেন। তিনি ট্যুইটে লিখেছেন, ‘চপার ক্র্যাশে চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতজি, শ্রীমতি রাওয়াত অন্য়ান্য অফিসারদের মৃত্যুর খবর পেলাম। যে সাহসীরা প্রাণ হারিয়েছেন, তাঁদের জন্য প্রার্থনা করছি।’
চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক কর্ণ জোহরও এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন। তাঁর ট্যুইট, ‘জেনারেল বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী এবং ভারতীয় সশস্ত্রবাহিনীর সদস্যদের মৃত্যুতে শোকাহত। সাহসীদের স্যালুট করছি। তাঁরা দেশের জন্য নিঃস্বার্থভাবে কাজ করেছেন। আমরা তাঁদের অকালমৃত্যুতে শোকাহত। আত্মার শান্তি কামনা করি।’
‘ভূজ: দ্য প্রাইড অফ ইন্ডিয়া’ ছবিতে বায়ুসেনা অফিসারের ভূমিকায় দেখা গিয়েছিল অভিনেতা অজয় দেবগনকে। তিনিও আজকের দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন। অজয়ের ট্যুইট, ‘জেনারেল বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত এবং ভারতীয় সশস্ত্রবাহিনীর সদস্যদের অকালমৃত্যুর খবর পেয়ে শোকাহত। শোকাহত পরিবারগুলির প্রতি গভীর সমবেদনা জানাই।’
আজ তামিলনাড়ুর কুন্নুরে কপ্টার দুর্ঘটনায় চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের মৃত্যু হয়েছে। হেলিকপ্টারে মোট ১৪ জন ছিলেন। তাঁদের মধ্যে মৃত ১৩ জন। তাঁদের মধ্যে জেনারেল বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রী আছেন। সঙ্কটজনক অবস্থায় ওয়েলিংটনের সেনা হাসপাতালে চিকিৎসাধীন গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংহ। এই মর্মান্তিক ঘটনায় সারা দেশ শোকাহত। কী কারণে এই দুর্ঘটনা ঘটল, সেটা এখনও স্পষ্ট নয়।