এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
কোনও ৫৬ ইঞ্চি তোমাকে ঠেকাতে পারবে না, বাবা চিদম্বরমের জন্মদিনে লিখলেন ছেলে কার্তি
এছাড়া চিঠিতে দেশবিদেশের নানা কথা লিখেছেন কার্তি, যা জেলবন্দি হওয়ার পর থেকে তাঁর বাবার গোচরে আসেনি।
নয়াদিল্লি: আজ ৭৪ বছরে পা দিলেন তিহার জেল বন্দি প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম। ছেলে কার্তি চিদম্বরম বাবার উদ্দেশে ফেসবুকে পোস্ট করেছেন এক আবেগভরা চিঠি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টিপ্পনী কেটে কার্তি লিখেছেন, কোনও ৫৬ ইঞ্চি তোমাকে রুখতে পারবে না।
কার্তি লিখেছেন, আজ তোমার বয়স হল ৭৪। কখনও নিজের জন্মদিন ভালভাবে পালন করনি তুমি কিন্তু আজকাল আমাদের দেশে যাবতীয় ছোটখাটো জিনিস নিয়ে তুমুল হট্টগোল হওয়াটাই দস্তুর। তুমি নেই, তাই এবারের জন্মদিন অন্যবারের মত হল না, আমরা মিস করছি তোমাকে। এছাড়া চিঠিতে দেশবিদেশের নানা কথা লিখেছেন কার্তি, যা জেলবন্দি হওয়ার পর থেকে তাঁর বাবার গোচরে আসেনি।
চন্দ্রযান ২-এর ব্যাপারে চিদম্বরমকে লিখেছেন কার্তি। লিখেছেন, বিজ্ঞান ও প্রযুক্তিকে উৎসাহের কারণে চন্দ্রযান মিশনের লাইভ স্ট্রিমিং দেখলে ভাল লাগত তোমার। আমরা সৌভাগ্যবান, গর্বের সঙ্গে তা দেখেছি। তবে এতেও নাটক ছিল ভরপুর। ল্যান্ডার বিক্রমের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার নাটক নয়, তার থেকেও অনেক বড় নাটক। বলা বাহুল্য, চিদম্বরম পুত্রের তির্যক নিশানা প্রধানমন্ত্রীর ইসরো প্রধান কে শিবনকে আলিঙ্গন করার দিকে।
এরপর চিঠিতে পড়তে থাকা জিডিপি নিয়ে লিখেছেন কার্তি। কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল যেভাবে অ্যালবার্ট আইনস্টাইনকে মাধ্যাকর্ষণের আবিষ্কর্তা বলেছেন, তার প্রতিও বিদ্রূপ করেছেন। তুলেছেন আর্থিক সঙ্কট নিয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের মন্তব্য। লিখেছেন, মোদী সরকার তাদের দ্বিতীয় দফার শাসনের ১০০ দিন পূর্ণের উৎসব করছে, ঠিক এই সময়টাই ছিল তোমার কণ্ঠরোধের সময়। তুমি ওদের সঙ্গে একমত হতে না, ওদের বিরুদ্ধে বলতে। ক্ষমতাসীন দলের বিরোধিতা করতে প্রচুর সাহস লাগে।
আইএনএক্স মিডিয়া মামলায় পি চিদম্বরমকে ১ সেপ্টেম্বর দিল্লির একটি আদালত ১৪ দিনের আইনি হেফাজতে রাখার নির্দেশ দেয়। তাঁর জামিনের আবেদনের ওপর ২৩ তারিখ দিল্লির হাইকোর্টে শুনানি হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement