এক্সপ্লোর
Advertisement
বাবা-মায়ের ঝিমুনি, চলন্ত গাড়ি থেকে রাস্তায় পড়ে গেল এক বছরের শিশু, ধরা পড়ল সিসিটিভি ক্যামেরায়
চলন্ত গাড়ি থেকে পড়ে গেল এক বছরের একটি শিশু। তারপর রাস্তায় হামাগুড়ি দিতে দেখা গেল তাকে। পুরো ঘটনা ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। গত রবিবার কেরলের পর্যটন শহর মুন্নারে এই ঘটনা ঘটেছে।
মুন্নার: চলন্ত গাড়ি থেকে পড়ে গেল এক বছরের একটি শিশু। তারপর রাস্তায় হামাগুড়ি দিতে দেখা গেল তাকে। পুরো ঘটনা ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। গত রবিবার কেরলের পর্যটন শহর মুন্নারে এই ঘটনা ঘটেছে। জানা গেছে, ওই শিশুটিকে নিয়ে তার বাবা-মা ও পরিবারের অন্যান্য সদস্যরা তামিলনাড়ুর একটি মন্দির থেকে ফিরছিলেন।
সংবাদসংস্থা রবিবার রাতের ওই ঘটনার ১.০৫ মিনিটের সিসিটিভি ফুটেজ ট্যুইট করেছে। এতে দেখা গিয়েছে, রাত ৯.৪২-এ প্রায় নির্জন একটি রাস্তা ধরে ওই গাড়িটি এগোচ্ছে। গাড়িটি চলে যাওয়ার পরই শিশুটিকে দেখা যায় রাস্তার। হামা টেনে এগিয়ে চলেছে। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে রাস্তার ডিভাইডারের রেলিংয়ের দিকে হামাগুড়ি দিয়ে এগোচ্ছে শিশুটি।
জানা গেছে, শিশুটির বাবা-মায়ের গাড়িতে বসে ঝিমুনি ধরে গিয়েছিল। শিশুটি যে গাড়ি থেকে পড়ে গিয়েছে তা তাঁরা বুঝতে পারেনি। পরে শিশুটিকে রাস্তা থেকে উদ্ধার করা হয় এবং তার বাবা-মায়ের হাতে তুলে দেওয়া হয়।#WATCH Kerala: A one-year-old child falls out of a moving car in Munnar region of Idukki district. The girl child was later rescued and handed over to the parents. (08.09.2019) pic.twitter.com/tlI7DtsgxU
— ANI (@ANI) September 9, 2019
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement