১ জুলাই থেকে চলতে পারে মেট্রো রেল, আগামী ৩ মাস বেসরকারি বাস-মিনিবাসকে আর্থিক সাহায্য, নবান্নে মুখ্যমন্ত্রী
৩ মাস ধরে ৬ হাজার বেসরকারি বাস-মিনিবাসকে মাসে ১৫ হাজার টাকা করে আর্থিক সাহায্য
কলকাতা: ১ জুলাই থেকেই কি চলবে কলকাতা মেট্রো রেল? এমনই ইঙ্গিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়। শুক্রবার নবান্নে মমতা বলেন, ‘কলকাতা মেট্রোর সঙ্গে কথা বলছে রাজ্য সরকার। মেট্রোয় যতগুলি আসন ততগুলি আসনে যাত্রী। মেট্রোর আসনগুলি ভালোভাবে স্যানিটাইজ করতে হবে। এই পদ্ধতি মানলে কলকাতায় মেট্রো চলতে পারে। তাহলে ১ জুলাই থেকে মেট্রো চলতে পারে। মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে পুলিশ বৈঠক করবে।
কলকাতা সহ রাজ্যের গণ-পরিবহণে একটি বড় ভূমিকা পালন করে বেসরকারি বাস পরিষেবা। এদিন বেসরকারি বাস মিনিবাসকে সাহায্য করার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ৩ মাস ধরে ৬ হাজার বেসরকারি বাস-মিনিবাসকে মাসে ১৫ হাজার টাকা করে আর্থিক সাহায্য। ১ জুলাই থেকে বাস-মিনিবাসকে এই অর্থ দেওয়া হবে। ৩ মাসে রাজ্য সরকারের খরচ হবে ২৭ কোটি টাকা। এ নিয়ে বাস মালিক সংগঠনগুলির সঙ্গে কথা হয়েছে। তিনি যোগ করেন, ১ জুলাইয়ের মধ্যে আরও ৫০০ সরকারি বাস চালানো হবে। তিনি মনে করেন, বাসের ভাড়া বাড়ানো ঠিক হবে না।