Kolkata Municipal Election: ব্রেকফাস্টে পরোটা, ঘুগনি, ডিমের ঝোল, আর কী কী থাকে তৃণমূলের প্রার্থী অনিন্দ্যকিশোরের পাতে
Kolkata Municipal Election Candidates : ফুরসত পেলেই রাস্তার ধারের দোকানে দাঁড়িয়ে ব্রেকফাস্ট। পরোটা, ঘুগনি সহযোগে ডিমের ঝোল। তারপর সারাদিন প্রচার। দুপুরে কোনও এক দলীয় কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজ।
আবির দত্ত, কলকাতা : কলকাতা পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী (TMC) অনিন্দ্য রাউত ( Anindya Raut )। প্রার্থী ঘোষণার পর থেকেই, প্রচারে নেমে পড়েছেন। বাজার থেকে বাড়ি বাড়ি প্রচারে জোর দিচ্ছেন তৃণমূল প্রার্থী। প্রচারে দৌড়াচ্ছেন...সুযোগ পেলেই মনের মতো খাবার চেখে দেখছেন। আসলে তিনি খেতে বড্ড ভালবাসেন। পেশায় আইনজীবী অনিন্দ্যকিশোর রাউত (anindya kishore routh) গতবারের জয়ী কাউন্সিলর। এবারও তিনি লড়াইয়ে।
কলকাতা পুরসভার ভোটে ১৩ নম্বর কেন্দ্রে ফের অনিন্দ্যকিশোর রাউতকে প্রার্থী করেছে তৃণমূল। এলাকায় পরিচিত মুখ। তবু পুরভোটের মুখে ফের একবার ঝালিয়ে নিচ্ছেন ভোটারদের সঙ্গে সম্পর্ক। উল্টোডাঙা বাজারে প্রচারের মাঝে হঠাৎ ঢুকে পড়েন চায়ের দোকানে। এরমধ্যে ফুরসত পেলেই রাস্তার ধারের দোকানে দাঁড়িয়ে ব্রেকফাস্ট। পরোটা, ঘুগনি সহযোগে ডিমের ঝোল।
তারপর সারাদিন প্রচার। দুপুরে কোনও এক দলীয় কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজ। অনিন্দ্যকিশোর বললেন, সারাদিনের প্রচারের ধকল সামলাতে তাঁর দুপুরের পাতে থাকে,
- ভাত
- মুগ ডাল
- পালং শাক
- উচ্ছে ভাজা
- বেগুন ভাজা
- ট্যাংরা মাছের ঝোল
- রসগোল্লা
- লেডিকেনি
আরও দেখুন :Kolkata Municipal Election: ভোটারদের হাতে গোলাপ দিয়ে প্রচার ১৩ নম্বর ওয়ার্ডের TMC প্রার্থীর| Bangla News
এই আহারই অনিন্দ্যকিশোরের পাওয়ার মিল। পুষ্টিবিদদের মতে, ভাতে থাকে প্রচুর শর্করা। যা শরীরকে শক্তি জোগায়। মুগ ডাল ফাইবার, পটাসিয়াম এবং ম্যাগনেসিয়াম থাকার কারণে এটি রক্তচাপ কমাতে সাহায্য করে। শাক মানেই হাই ফাইবার। ওজন কমাতে ও ত্বক ভাল রাখতে সাহায্য করে। উচ্ছে শরীরের রোগ প্রতিরোধক শক্তি বাড়ায়। মাছের মধ্যে থাকে আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন-ডি সহ অনেক উপকারী উপাদান। পাতে মিষ্টি থাকলে অ্যাসিড ক্ষরণের পরিমাণ অনেকটাই কমিয়ে দেয়। প্রচারের ধকল যতই থাক, খাওয়া দাওয়ার ক্ষেত্রে কোনও কম্প্রোমাইজ করতে রাজি নন প্রার্থী। অনিন্দ্য রাউতের, ওয়ার্ড এলাকার বাসিন্দা বিজেপি নেতা কল্যাণ চৌবে। তাঁর, বাড়িতে গিয়েও প্রচার করেন তৃণমূল প্রার্থী !