এক্সপ্লোর
উত্তরপ্রদেশে বাড়ির বাইরে থেকে ১২ বছরের মেয়েকে টেনে নিয়ে গিয়ে মেরে ফেলল চিতাবাঘ

বাহরাইচ: উত্তরপ্রদেশের বাচরাইচ জেলায় এক ১২ বছরের মেয়েকে তার বাড়ির বাইরে থেকে টেনে নিয়ে গিয়ে মেরে ফেলল একটি চিতাবাঘ। একটি মাঠ থেকে মেয়েটির ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বন দফতর সূত্রে খবর, গতকাল রাতে কাতারনিয়াঘাট অভয়ারণ্যের কাকরাহা রেঞ্জের মাজহার গ্রামে এই ঘটনা ঘটে। রিঙ্কি নামে মেয়েটি তাদের বাড়ির বাইরে ঘাস কাটছিল। সেই সময় চিতাবাঘটি তাকে টেনে নিয়ে যায়। আজ সকালে মেয়েটির বাড়িতে যান সরকারি আধিকারিকরা। চিতাবাঘটিকে চিহ্নিত করে ধরার জন্য বন দফতরের একটি দল নিয়োগ করা হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















