এক্সপ্লোর
Advertisement
মদের হোম ডেলিভারিতে ছাড়পত্র চেয়ে কেন্দ্রকে চিঠি ২ সংগঠনের!
মদের হোম ডেলিভারি নিয়ে কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল ও স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনকে চিঠি।
নয়াদিল্লি: লকডাউন বাড়ার প্রবল সম্ভাবনার মধ্যেই এবার কেন্দ্রকে মদের হোম ডেলিভারিতে ছাড়পত্র দেওয়ার আর্জি জানিয়ে চিঠি দিল দ্য কনফেডারেশন অব ইন্ডিয়ান অ্যালকোহলিক বেভারেজ কোম্পানিস এবং ইন্টারন্যাশনাল স্পিরিটস অ্যান্ড ওয়াইনস অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া। মঙ্গলবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কালই শেষ হচ্ছে ২১ দিনের চলতি লকডাউন। সম্ভবত তার মেয়াদ বাড়িয়ে ৩০ এপ্রিল পর্যন্ত করার ঘোষণাই হবে মঙ্গলবার। এই পরিস্থিতে মদের হোম ডেলিভারি নিয়ে কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল ও স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনকে চিঠি দিল সিআইএবিসি ও আইএসডব্লুএআই।
কেন্দ্রকে এই দুই সংস্থার প্রস্তাব, লকডাউনে অনলাইনে মদ বিক্রির বন্দোবস্ত করা হোক। চিঠিতে তারা জানিয়েছে, বাড়ি বাড়ি মদ পৌঁছে দেওয়া জন্য প্রয়োজনে ব্যবহার করা হোক অ্যাপকেন্দ্রিক প্রযুক্তি। এতে নির্দিষ্ট অঞ্চলের নির্দিষ্ট বিপণনী থেকে মদ বিক্রি করা যাবে। সরকার চাইলে মদ ডেলিভারি থেকেও নির্দিষ্ট পরিমাণ ‘ফি’ কেটে নিতে পারে।
এই দুই সংস্থা সরকারকে প্রস্তাব দিয়েছে, বাড়ি বাড়ি মদ পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ডেলিভারি বয়দের জন্য ‘কার্ফু পাসের’ বন্দোবস্ত করলেই হবে। একইসঙ্গে সরকার এই প্রক্রিয়ার মাধ্যমে মদ ক্রেতাদের পরিচয় ও বয়স সম্পর্কেও অবগত হতে পারবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement