LIVE UPDATE করোনাভাইরাস: কেরলে আক্রান্ত আরও ৬, কর্ণাটকে সংক্রমিত ৪

Background
নয়াদিল্লি: ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৭। গতকালই, মহারাষ্ট্রে প্রথম করোনায়-আক্রান্ত ব্যক্তির খোঁজ মিলেছে। পুণে শহরে একসঙ্গে দুজনের শরীরে ভাইরাসের প্রমাণ মিলেছে। একজন পুরুষ ও একজন মহিলা। ওই ২ জন সম্পর্কে আত্মীয়। সম্প্রতি তাঁরা দুবাই থেকে দেশে ফেরেন।
জানা গিয়েছে, গত ১ তারিখ দুজনে দুবাই থেকে ফেরেন। কারও মধ্যে সেই সময় কোনও উপসর্গের খোঁজ মেলেনি। কিন্তু, ৬ তারিখ একজনের হাল্কা উপসর্গ দেখা দিতে শুরু করে। ৮ তারিখ তাঁরা স্বাস্থ্য-পরীক্ষা করাতে আসেন। রক্তের নমুনা পরীক্ষা করাতেই করোনা প্রমাণিত হয়।
পুণে পুরসভার মুখ্য স্বাস্থ্য আধিকারিক রামচন্দ্র হাঙ্কারে জানান, আক্রান্তদের পুরসভা-পরিচালিত নাইডু হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে। দুজনের অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। একইসঙ্গে, এই ক'দিনে এই দুজন যাঁদের সঙ্গে দেখা করেছেন, তাঁদের ওপর নজর রাখা হচ্ছে।






















