LIVE UPDATE করোনাভাইরাস: কেরলে আক্রান্ত আরও ৬, কর্ণাটকে সংক্রমিত ৪
LIVE
Background
নয়াদিল্লি: ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৭। গতকালই, মহারাষ্ট্রে প্রথম করোনায়-আক্রান্ত ব্যক্তির খোঁজ মিলেছে। পুণে শহরে একসঙ্গে দুজনের শরীরে ভাইরাসের প্রমাণ মিলেছে। একজন পুরুষ ও একজন মহিলা। ওই ২ জন সম্পর্কে আত্মীয়। সম্প্রতি তাঁরা দুবাই থেকে দেশে ফেরেন।
জানা গিয়েছে, গত ১ তারিখ দুজনে দুবাই থেকে ফেরেন। কারও মধ্যে সেই সময় কোনও উপসর্গের খোঁজ মেলেনি। কিন্তু, ৬ তারিখ একজনের হাল্কা উপসর্গ দেখা দিতে শুরু করে। ৮ তারিখ তাঁরা স্বাস্থ্য-পরীক্ষা করাতে আসেন। রক্তের নমুনা পরীক্ষা করাতেই করোনা প্রমাণিত হয়।
পুণে পুরসভার মুখ্য স্বাস্থ্য আধিকারিক রামচন্দ্র হাঙ্কারে জানান, আক্রান্তদের পুরসভা-পরিচালিত নাইডু হাসপাতালে আইসোলেশনে রাখা হয়েছে। দুজনের অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। একইসঙ্গে, এই ক'দিনে এই দুজন যাঁদের সঙ্গে দেখা করেছেন, তাঁদের ওপর নজর রাখা হচ্ছে।
কেরলে আরও ৬ জনের দেহে করোনাভাইরাসের প্রমাণ মিলল। মঙ্গলবার ট্যুইট করে এই কথা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। এই নিয়ে কেরলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২। অন্যদিকে,কর্ণাটকে কর্ণাটকে ৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন সেরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বি শ্রীরামুলু। তিনি জানিয়েছেন, ৪ জন করোনা-পজিটিভ হয়েছেন। তাঁদের পরিবারকে আইসোলেশনে রাখা হয়েছে। তাঁদের ওপর পর্যবেক্ষণ করা হচ্ছে। তিনি বলেন, আমি নাগরিকদের অনুরোধ করছি, এই ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে সাবধানতা অবলম্বন করে এবং সহযোগিতা করতে। এই দুই ঘটনা ধরে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৭।
বারাণসী ও বৌদ্ধগয়া: করোনাভাইরাস সংক্রমণ রোধে দেশবাসীকে
করোনাভাইরাস: ইরান থেকে দেশে ফিরলেন ৫৮ ভারতীয়
নয়াদিল্লি: ইরান থেকে দেশে ফিরল ইরানে আটকে পড়া ভারতীয়দে