লোকসভা ভোট হবে নির্ধারিত সময়ই, ইভিএম-কে ‘ফুটবল’ বানানো হচ্ছে: নির্বাচন কমিশন
লখনউ: লোকসভা নির্বাচন হবে নির্ধারিত সময়েই। ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতের আবহের মধ্যেই শুক্রবার এমনটাই জানিয়ে দিলেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা। উত্তরপ্রদেশের নির্বাচনী প্রস্তুতি-পর্ব খতিয়ে দেখতে তিনি গত ২ দিন ধরে ওই রাজ্যে রয়েছেন। সেখানেই সাংবাদিকদের মুখোমুথখি হয়ে অরোরা বলেন, নির্ধারিত সময়ই হবে লোকসভা ভোট। তিনি জানান, কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী, দেশের পাশাপাশি এবার বিদেশে থাকা সম্পত্তির বিস্তারিত তথ্য ঘোষণা করতে হবে প্রার্থীদের। আয়কর দফতর সেই তথ্য খতিয়ে দেখবে। কোনও গরমিল পাওয়া গেলে, তা কমিশনের ওয়েবসাইটে তুলে দেওয়া হবে। একইসঙ্গে, কঠোর ব্যবস্থা নেওয়া হবে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে। সাম্প্রতিককালে, ইলেকট্রনিক ভোটযন্ত্র (ইভিএম)-এর নিরপেক্ষতা নিয়ে সোচ্চার হয়েছে একাধিক রাজনৈতিক দল, বিশেষ করে বিরোধীরা। তাদের দাবি, ইভিএম-এ কারচুপি সম্ভব। আর সেই কারচুপি বন্ধ করতে তারা ব্যালট পেপারের প্রত্যাবর্তনের দাবিও করে। এই প্রসঙ্গে, এদিন সুনীল অরোরা জানান, ইভিএম-এর সঙ্গে ‘ফুটবলের মতো’ ব্যবহার করা হচ্ছে। তিনি বলেন, আমরা জেনে হোক বা না জেনে-- ইভিএমকে ফুটবল করে ফেলেছি। তিনি আশ্বাস দেন, ইভিএমগুলি তৈরি করে সেই সব সংস্থা যারা দেশের প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি করে। অরোরা যোগ করেন, গত ২ দশক ধরে ইভিএম ব্যবহৃত হচ্ছে। ২০১৪ সালের লোকসভা নির্বাচনের ফল যা হয়েছিল, সেই নিরিখে তার চারমাস পর দিল্লি বিধানসভা নির্বাচনের ফলাফল ছিল একেবারে ভিন্ন। অর্থাৎ, ফল যদি এক্স হয়, তাহলে ইভিএম ঠিক। আর ফল অন্য হলেই ইভিএমে গলদ। অরোরা জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে বদ্ধপরিকর কমিশন। নির্বাচন-সংক্রান্ত অভিযোগ জানানোর জন্য শীঘ্রই ‘সি-ভিজিল’ অ্যাপ চালু করার কথা জানালেন মুখ্য নির্বাচন কমিশনার। এর মাধ্যমে যে কোনও নাগরিক ভোট-সংক্রান্ত অভিযোগ কমিশনের কাছে দায়ের করতে পারবেন। তাঁর নাম একেবারেই গোপন রাখা হবে বলে আশ্বাস কমিশনের। পাশাপাশি, সোশ্যাল মিডিয়ার ওপর নজর রাখতে এবার পৃথক কমিটিও তৈরি করেছে নির্বাচন কমিশন।