এক্সপ্লোর
মহারাষ্ট্রে বন্দুকবাজের হাতে বিজেপি পুরপিতা সহ ৫ জন খুন, আত্মসমর্পণ আততায়ীদের
গতকাল গভীর রাতে রবীন্দ্র খারাত নামে ওই রাজনীতিকের বাড়ি ৩ বন্দুকবাজ হামলা করে বলে অভিযোগ।

মুম্বই: মহারাষ্ট্রের জলগাঁওয়ে বন্দুকবাজদের হাতে খুন হয়ে গেলেন এক বিজেপি পুর প্রতিনিধি। তাঁর পরিবারের ৪ জনও একইসঙ্গে খুন হয়েছেন। ওই পুর প্রতিনিধির বাড়িতেই ঘটেছে এই ঘটনা। গতকাল গভীর রাতে রবীন্দ্র খারাত নামে ওই রাজনীতিকের বাড়ি ৩ বন্দুকবাজ হামলা করে বলে অভিযোগ। রবীন্দ্র ও তাঁর বাড়ির সদস্যরা তখন ভেতরে ছিলেন। দেশী পিস্তল ও ছুরি নিয়ে বাড়িতে ঢোকে তারা, চলে নির্বিচারে গুলিবর্ষণ। এরপর ৩ জনেই এলাকা ছেড়ে পালায় তবে পরে থানায় আত্মসমর্পণ করে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের ব্যবহৃত অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। আহতদের তখনই হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু চিকিৎসা চলাকালীন ৫ জনের মৃত্যু হয়। ৫৫ বছরের রবীন্দ্র খারাতের পাশাপাশি তাঁর দাদা সুনীল, দুই ছেলে প্রেমসাগর ও রোহিত এবং গাজারে বলে আর একজনের প্রাণ গিয়েছে। খুনের কারণ ঠিক কী এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত করছে পুলিশ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















