এক্সপ্লোর
Advertisement
দাবি, কমবে দুর্ঘটনা, মহারাষ্ট্র সরকার মদের হোম ডেলিভারি করবে, পরে বয়ান বদল
মুম্বই: মদ অনলাইনে যেমন পাওয়া যাবে, তেমনই বাড়ি বয়ে পৌঁছে দিয়ে আসবে রাজ্য। গতকাল এ কথা জানায় মহারাষ্ট্র সরকার। কিন্তু বিভিন্ন মহল থেকে প্রতিবাদ ওঠায় বয়ান বদলেছে তারা। এখন বলছে, এ ব্যাপারে শুধু প্রস্তাব এসেছে, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি কিছু।
মহারাষ্ট্র সরকারের মন্ত্রী চন্দ্রশেখর বাবনকুলে গতকাল জানান, রাজ্য সরকার মদের হোম ডেলিভারি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে নেশায় চুর হয়ে গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনায় পড়া কমবে। মন্ত্রী বলেন, তাঁর দফতর হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে অর্ডার নিয়ে মদের হোম ডেলিভারি করা ৩৫টি মদের দোকানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।
সরকারের এক আধিকারিক জানিয়েছেন, সুপ্রিম কোর্টের আদেশের জেরে জাতীয় সড়কের আশে পাশে প্রায় ৩,০০০ মদের দোকান বন্ধ করা হয়েছে। এর ফলে আবগারি শুল্ক কমে যাওয়ায় রাজস্ব কমে গিয়েছে প্রচুর। এছাড়া এ মাসের শুরুতে পেট্রোল, ডিজেলের দাম কমানোর ফলে রাজ্যের কোষাগারের অবস্থা মোটেই ভাল নয়। ফলে সরকার যদি মদের হোম ডেলিভারি শুরু করে, তবে রাজস্বের কিছুটা সুরাহা হবে বলে মনে করা হচ্ছে।
কিন্তু এই সিদ্ধান্ত সামনে আসায় হইচই শুরু করে মদ বিরোধী সংগঠনগুলি ও বিরোধীরা। ফলে আগের অবস্থান থেকে পিছিয়ে সরকার বলেছে, এ ব্যাপারে নীতি তৈরির জন্য একটি আবেদন এসেছে তাঁদের কাছে। কিন্তু এখনও এ নিয়ে ভাবনাচিন্তা করা হয়নি, সিদ্ধান্তও নেওয়া হয়নি কিছু।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement