এক্সপ্লোর
নন-পিক আওয়ারে লোকাল ট্রেনে সাধারণ যাত্রীদের চড়ার অনুমতি দেওয়া হোক, রেলকে চিঠি মহারাষ্ট্র সরকারের
যে শহরতলি ট্রেন পরিষেবা শুরু হয়েছে, তার ফ্রিকোয়েন্সিও বাড়াতে চায় সরকার।
![নন-পিক আওয়ারে লোকাল ট্রেনে সাধারণ যাত্রীদের চড়ার অনুমতি দেওয়া হোক, রেলকে চিঠি মহারাষ্ট্র সরকারের Maharashtra Government asks Railways to lift travel restrictions in Mumbai trains in non-peak hours নন-পিক আওয়ারে লোকাল ট্রেনে সাধারণ যাত্রীদের চড়ার অনুমতি দেওয়া হোক, রেলকে চিঠি মহারাষ্ট্র সরকারের](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/10/29041845/local-train.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: দিনের নন-পিক আওয়ারে অর্থাত যে সময় যাত্রী সংখ্যা খুব বেশি হয় না, তখন মুম্বইয়ের লোকাল ট্রেনে সাধারণ যাত্রীদের চড়ার অনুমতি দেওয়া হোক। রেল কর্তৃপক্ষকে প্রস্তাব মহারাষ্ট্র সরকারের। প্রস্তাবটি রেল বোর্ডকে পাঠিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন জনৈক রেলকর্তা। বর্তমানে করোনাভাইরাস সংক্রমণের আশঙ্কা মাথায় রেখে কেবলমাত্র নির্দিষ্ট কিছু শ্রেণির যাত্রীদেরই মুম্বইয়ে লোকাল ট্রেন পরিষেবা গ্রহণের অনুমতি দেওয়া হয়। এঁদের মধ্যে আছেন রেলের অত্যাবশ্যকীয় পরিষেবায় যুক্ত স্টাফরা।
মহারাষ্ট্র সরকারের প্রস্তাবে বলা হয়েছে, বৈধ টিকিটধারী যে কোনও ব্যক্তিতে সকাল সাড়ে সাতটা পর্যন্ত, সকাল ১১টা থেকে বিকাল ৪টা ও রাত ৮টা থেকে দিন শেষ হওয়া পর্যন্ত ট্রেনে চাপার অনুমতি দেওয়া হোক। আর সকাল ৮টা থেকে সাড়ে দশটা, বিকাল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা-এই সময়কালে শুধুমাত্র ট্রেনে উঠতে পারবেন বৈধ কিউআর কোড বসানো পরিচয়পত্রধারী অত্যাবশ্যকীয় পরিষেবায় জড়িত স্টাফরা। আর প্রতি ঘন্টায় মহিলা যাত্রীদের জন্য স্পেশাল ট্রেন চলুক। চিঠিতে সরকারি রেল পুলিশ কমিশনারের পাশাপাশি সেন্ট্রাল রেল ও ওয়েস্টার্ন রেলের জেনারেল ম্যানেজারদের উল্লেখ করে বলা হয়েছে, যাবতীয় কোভিড-১৯ সুরক্ষাবিধি পালন সুনিশ্চিত করে সাধারণ মানুষকে লোকাল ট্রেন পরিষেবার সুযোগ দেওয়া যায় কিনা, সরকার সেটাই ভাবছে। ১৫ জুন থেকে অত্যাবশ্যকীয় পরিষেবার সঙ্গে যুক্ত স্টাফদের জন্য।
যে শহরতলি ট্রেন পরিষেবা শুরু হয়েছে, তার ফ্রিকোয়েন্সিও বাড়াতে চায় সরকার।
রেল কর্তৃপক্ষ এ ব্যাপারে সাবধানী প্রতিক্রিয়া দিয়েছে। বলেছে, রেলওয়ে সবসময়ই সামাজিক সুরক্ষাবিধি বজায় রেখে শহরতলির ট্রেন পরিষেবা বাড়াতে তৈরি। আমরা মহারাষ্ট্র সরকারের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করছি যাতে তাদের সঙ্গে কথাবার্তা বলেই এইসব অতিরিক্ত ট্রেন পরিষেবা দেওয়া যায়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
বিনোদনের
খবর
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)