এক্সপ্লোর
গড়চিরৌলিতে মাওবাদী হামলায় ১৫ জন নিরাপত্তারক্ষীর মৃত্যুতে শোকপ্রকাশ রাহুলের, পুলওয়ামা থেকে শিক্ষা নেয়নি মোদি সরকার, তোপ কংগ্রেসের
আজ গড়চিরৌলিতে আইইডি বিস্ফোরণে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ১৫ জন নিরাপত্তারক্ষী।

ছবি সৌজন্যে ট্যুইটার
নয়াদিল্লি: মহারাষ্ট্রের গড়চিরৌলিতে মাওবাদী হামলায় ১৫ জন নিরাপত্তারক্ষীর মৃত্যুতে ট্যুইটে শোকপ্রকাশ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গাঁধী বঢরাও ট্যুইটে শোকপ্রকাশ করেছেন। কংগ্রেস মুখপাত্র রণদীপ সূরজেওয়ালাও ট্যুইট করে শোকপ্রকাশ করেছেন। পাশাপাশি কংগ্রেস দলের পক্ষ থেকে এই ঘটনার জন্য কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করা হয়েছে। প্রবীণ কংগ্রেস নেতা আহমেদ পটেল ট্যুইট করে বলেছেন, ‘মহারাষ্ট্রে আমাদের জওয়ানদের উপর বর্বর হামলার নিন্দা করছি। এই শোকের মুহূর্তে তাঁদের পরিবার, শুভানুধ্যায়ী ও বন্ধুদের পাশে আছে ভারত। ফের সন্ত্রাসবাদীরা আমাদের জওয়ানদের কনভয়ে হামলা চালিয়েছে। স্পষ্ট হয়ে গেল, অনেক কথা বলা হলেও, পুলওয়ামার ঘটনা থেকে কোনও শিক্ষা নেওয়া হয়নি। এই ঘটনায় রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সতর্ক হওয়া উচিত।’ আজ গড়চিরৌলিতে আইইডি বিস্ফোরণে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ১৫ জন নিরাপত্তারক্ষী। এই বিস্ফোরণের পর সড়ক নির্মাণকারী ঠিকাদার সংস্থার ২৫টি গাড়িও পুড়িয়ে দেয় মাওবাদীরা। এই ঘটনা নিয়েই মোদি সরকারকে তীব্র আক্রমণ করেছে কংগ্রেস। রণদীপের দাবি, গত পাঁচ বছরে মাওবাদী হামলায় ৩৯০ জনের বেশি জওয়ান প্রাণ হারিয়েছেন। মোদি সরকারের ভারতকে নিরাপদ করার যে দাবি করছে, সবাই বুঝতে পারছে সেটা ফাঁপা আওয়াজ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















