এক্সপ্লোর
Advertisement
মাল্য ক্রিমিনাল, ওর কথায় গুরুত্ব দেওয়ার কিছু নেই, রাহুল বলুন, ওর সঙ্গে তাঁর পরিবারের কী 'সম্পর্ক', পাল্টা গয়াল
নয়াদিল্লি: কেন্দ্রের মন্ত্রী পীযূষ গয়াল এবার কংগ্রেস সভাপতি, গাঁধী পরিবারকে নিশানা করলেন বিজয় মাল্যের দাবিকে কেন্দ্র করে কংগ্রেস, বিজেপি বাকযুদ্ধের মধ্যে। রাহুল গাঁধী মাল্যের গতকালের বিস্ফোরক দাবির প্রেক্ষিতে অরুণ জেটলির ইস্তফা দাবি করেছেন।
পাল্টা গয়ালের অভিযোগ, রাহুলের পরিবারের সঙ্গে মাল্যের সম্পর্কের জোরেই ব্যাঙ্ক লোন পেয়েছেন রুগণ কিংফিশার বিমান সংস্থার মালিক। যাবতীয় রীতি-নীতি ভেঙে তাঁকে লোন অনুমোদন করার জন্য ব্যাঙ্কগুলির ওপর চাপ সৃষ্টি করা হত ইউপিএ সরকার থেকে, কারণ মাল্যর সঙ্গে 'সম্পর্ক' ছিল গাঁধী পরিবারের। সাংবাদিক সম্মেলন করে গয়াল রাহুলের ইস্তফা চেয়ে তিনি বলেন, রাহুল জবাব দিন কী সম্পর্ক ছিল তাঁর পরিবার ও মাল্যের। কেন মাল্যের বেলায় সব নিয়ম ‘শিথিল করেছিল’ রিজার্ভ ব্যাঙ্ক?
সব পদ থেকে ইস্তফা দেওয়া উচিত রাহুলের।
গয়ালের দাবি, মাল্যের কিংফিশার অ্যালায়েন্সকে দেনা থেকে উদ্ধার করতে সব ধরনের সাহায্য করেছিল ইউপিএ সরকার। ওদের আমলে কিংফিশারকে অনেক বার লোন দেওয়া হয়েছিল। মাল্যকে আলাদা খাতির করত ওরা।
গতকাল লন্ডনে ৯০০০ কোটি টাকা ব্যাঙ্ক লোন না মিটিয়ে ভারত ছেড়ে চলে যাওয়া মাল্য দাবি করেন, ২০১৬-র দেশত্যাগের প্রাক্কালে তিনি কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করে লোনের বিষয়টি মিটিয়ে ফেলতে আপসের প্রস্তাব দেন। জেটলি ছিলেন সে সময়ের কেন্দ্রীয় অর্থমন্ত্রী। চাপের মুখে তিনি ফেসবুক পোস্টে মাল্যের দাবি উড়িয়ে বলেন, ২০১৪ থেকে তিনি কখনও তাঁকে দেখা করার সময় দেননি, উল্টে মাল্যই রাজ্যসভার সদস্য হওয়ার সুবিধার অপব্যবহার করে সংসদে জোর করে তাঁর কাছে চলে এসেছিলেন।
গয়াল এদিন তাঁর পাশে দাঁড়িয়ে সাফাই দেন, মাল্য একটা ক্রিমিনাল, অপরাধী, আইনের নজরে রয়েছেন। ওঁর কথায় গুরুত্ব দেওয়া উচিতই নয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement