এক্সপ্লোর
Advertisement
বৈঠক শেষ, মোদিকে রাজ্যে আমন্ত্রণ মমতার, অমিত শাহর সঙ্গে দেখা করার ইচ্ছেপ্রকাশ
মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, বকেয়া টাকা, রাজ্যের নাম পরিবর্তন-সহ একাধিক দাবিদাওয়া নিয়ে মোদির সঙ্গে কথা বলতেই তাঁর দিল্লি যাত্রা।
শেষ মোদি-মমতা বৈঠক। কী কী কথা হল দুজনের। বাইরে এসে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।
- প্রধানমন্ত্রীর সঙ্গে ভালো আলোচনা হয়েছে। দ্বিতীয়বার নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর দিল্লি আসা হয়নি। রাজ্যের দাবিদাওয়া নিয়ে আলোচনা হয়েছে।
- রাজ্য ১৩,৫০০ কোটি টাকা পায় কেন্দ্রের কাছে। বাংলার নাম পরিবর্তন নিয়ে যদি কোনও বক্তব্য থাকে কেন্দ্রের,
তা রাজ্যকে জানানো হোক।
- বীরভূমে দেউচা-পাচামি কোল ব্লকের অনুমোদন পেয়েছি।
- পুজোর পর যদি সময় থাকে তাহলে যেন আসেন প্রধানমন্ত্রী।
- দেউচা-পাচামি প্রকল্প উদ্বোধনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছি।
- এটা রাজনৈতিক বৈঠক নয়।
- কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যদি সময় দেন, তাহলে দেখা করব। আগেও রাজনাথ সিংহের সঙ্গে দেখা করেছি।
- এনআরসি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কোনও কথা হয়নি। এই বৈঠক কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকারের হয়েছে। এনআরসি করতে দেব না বাংলায়।
আড়াই বছর পরে আজ বৈঠকে নরেন্দ্র মোদি ও মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল ৪.৩০য় শুরু হয় বৈঠক।
গতকালই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে দিল্লি উড়ে যান মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, বকেয়া টাকা, রাজ্যের নাম পরিবর্তন-সহ একাধিক দাবিদাওয়া নিয়ে মোদির সঙ্গে কথা বলতেই তাঁর দিল্লি যাত্রা। রাজীব কুমারকে যখন গ্রেফতার করতে চাইছে সিবিআই, ঠিক সেই সময়ই মমতা-মোদির সাক্ষাৎ নিয়ে কটাক্ষের সুর বিরোধীদের গলায়। যদিও, বিরোধীদের অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ মুখ্যমন্ত্রী।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
খবর
ক্রিকেট
Advertisement