এক্সপ্লোর
দিল্লিতে জটিল অন্ত্র প্রতিস্থাপন, রোগী ছেলের থেকে পেলেন লিভার, স্ত্রীর থেকে কিডনি
৫৪ বছরের এই ব্যক্তি অত্যধিক মদ্যপানজনিত সমস্যায় ভুগছিলেন। দীর্ঘদিনের ডায়াবিটিস, স্থূলতা ও হাইপারটেনশনের জেরে তাঁর লিভার ও কিডনি ফেলিওর হয়।

নয়াদিল্লি: সফলভাবে অত্যন্ত জটিল একটি অন্ত্র প্রতিস্থাপন অস্ত্রোপচার হল দিল্লিতে। মুম্বইয়ের এক বাসিন্দার শরীরে প্রতিস্থাপন করা হল তাঁর স্ত্রীর কিডনি ও ছেলের লিভার। ২৪ ঘণ্টা ধরে এখানকার এক হাসপাতালে অস্ত্রোপচারটি চলেছে। রোগীর নাম রাজাউর রহমান। ৫৪ বছরের এই ব্যক্তি অত্যধিক মদ্যপানজনিত সমস্যায় ভুগছিলেন। দীর্ঘদিনের ডায়াবিটিস, স্থূলতা ও হাইপারটেনশনের জেরে তাঁর লিভার ও কিডনি ফেলিওর হয়। গত ডিসেম্বরে দুর্বলতার কারণে মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি হন তিনি। পরীক্ষা করে দেখা যায় তাঁর জটিল কিডনির অসুখ হয়েছে। এরপরেই চিকিৎসকরা তাঁকে সঙ্গে লিভার ও কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দেন। এপ্রিলে সফলভাবে হয় অস্ত্রোপচার। দিল্লির ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে সুভাষ গুপ্তের নেতৃত্বে চিকিৎসকদের একটি দল ২৪ ঘণ্টা ধরে এই অপারেশন করেন। কিডনি দেন রাজাউরের স্ত্রী কিশওয়ার নিশাত ও লিভারের একটি অংশ দেন ছেলে শানুর রহমান। চিকিৎসকরা জানিয়েছেন, জীবনশৈলীতে কিছু পরিবর্তন এনে ও নিয়মিত চেক আপ করালে রাজাউর সুস্থ জীবন যাপন করতে পারবেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















