এক্সপ্লোর
মণিপুরের মুখ্যমন্ত্রীকে মোদির হাতের পুতুল বলার মাসুল, জাতীয় নিরাপত্তা আইনে সাংবাদিকের ১ বছরের জেল, প্রতিবাদে সরব প্রেস কাউন্সিল

ইম্ফল: মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিংহকে কেন্দ্রীয় সরকার ও হিন্দুত্বের হাতের পুতুল বলার অভিযোগে জাতীয় নিরাপত্তা আইনে (এনএসএ) ধৃত সাংবাদিক কিশোরচাঁদ ওয়াংখেমের আরও ১২ মাসের পুলিশি হেফাজতের নির্দেশ দিল রাজ্য সরকার। এর প্রতিবাদে সরব প্রেস কাউন্সিল। স্থানীয় একটি টিভি চ্যানেলের সাংবাদিক কিশোরচাঁদের বিরুদ্ধে অভিযোগ, গত ১৯ নভেম্বর ইংরাজি ও মেইতেই ভাষায় আপলোড করা ভিডিওতে তিনি বলেন, মণিপুর সরকার ঝাঁসির রানির জন্মবার্ষিকী পালন করার সিদ্ধান্ত নেওয়ায় হতবাক হয়েছেন। ঝাঁসির রানির সঙ্গে মণিপুরের কোনও সম্পর্ক নেই। কেন্দ্র বলেছে বলেই মণিপুর সরকার ঝাঁসির রানির জন্মবার্ষিকী পালন করছে। ইম্ফল পশ্চিমের জেলাশাসক ২৭ নভেম্বর কিশোরচাঁদকে আটক করার নির্দেশ দেন। মণিপুরের স্বরাষ্ট্র দফতরের পক্ষ থেকে এ মাসের ১৪ তারিখ জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে, ১১ তারিখ এনএসএ-র উপদেষ্টা বোর্ডের বৈঠকে কিশোরচাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে আলোচনা করা হয়। এরপর ১৩ তারিখ বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, এই সাংবাদিককে আটক করার পর্যাপ্ত কারণ আছে। মণিপুরের রাজ্যপাল নাজমা হেপতুল্লা বোর্ডের সুপারিশ অনুমোদন করেছেন। তিনি মনে করছেন, কিশোরচাঁদের কার্যকলাপ রাজ্যের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলার পক্ষে বিপজ্জনক। সেই কারণে এনএসএ আইনের ১৩ নম্বর ধারায় তাঁকে ১২ মাস আটক করে রাখার নির্দেশ দেওয়া হচ্ছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















