এক্সপ্লোর
Advertisement
মাস্কে ব্যবহৃত প্লাস্টিকে পরিবেশের ক্ষতির আশঙ্কা, নতুন দিশা দেখাচ্ছে বুনো কলাগাছের তন্তু
ফিলিপিন্সের একটি সংস্থা তৈরি করছে ওই মাস্ক। নির্মাতাদের দাবি, এমনি মাস্কে যেখানে উপকরণ হিসাবে থাকে প্লাস্টিক, যা পরিবেশের পক্ষে ক্ষতিকারক, সেখানে এই বানানাটেক্স দিয়ে তৈরি মাস্ক অনেক বেশি পরিবেশবান্ধব। খরচও কম।
নয়াদিল্লি: আসলে কলা নয়, আবাকা বানানা গাছের তন্তু দিয়ে তৈরি কাপড়, যার নাম বানানাটেক্স৷ সেই তন্তু কলা থেকে নয়, বরং গাছের কাণ্ড থেকে নিষ্কাশন করা হয়৷ অ্যাবাকা ম্যানিলা হেম্প বলেও পরিচিত৷ ফিলিপিন্সে এই কলাগোত্রীয় গাছ দেখা যায়৷
এবার সেই তন্তু দিয়ে তৈরি হচ্ছে মাস্ক। ফিলিপিন্সের একটি সংস্থা তৈরি করছে ওই মাস্ক। নির্মাতাদের দাবি, এমনি মাস্কে যেখানে উপকরণ হিসাবে থাকে প্লাস্টিক, যা পরিবেশের পক্ষে ক্ষতিকারক, সেখানে এই বানানাটেক্স দিয়ে তৈরি মাস্ক অনেক বেশি পরিবেশবান্ধব। খরচও কম।
দীর্ঘদিন ধরেই দড়ি ও মাছ ধরার জাল তৈরি করা হচ্ছে বানানাটেক্স থেকে৷ ফিলিপিন্সের জঙ্গলে এই বুনো কলার গাছ পাওয়া যায়৷ সার বা কীটনাশকের প্রয়োজন হয় না৷ তার তন্তু কাছেই শুকানো হয় এবং পরে কাগজে পরিণত করা হয়৷ সেই কাগজ থেকে কাপড় তৈরি হয়৷ সরু করে কাগজ কেটে সুতা তৈরি করে তা বোনা হয়৷
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
বিজ্ঞান
জেলার
Advertisement