এক্সপ্লোর
অস্ত্রোপচারের সময় পেটে রয়ে গেল কাঁচি, ধরা পড়ল তিন মাস পর

হায়দরাবাদ: ফের চিকিত্সায় মারাত্মক গাফিলতির ঘটনা সামনে এল।এই ঘটনা ঘটেছে হায়দরাবাদের একটি সরকারি হাসপাতালে। হার্নিয়া অস্ত্রোপচারের সময় এক মহিলার পেটে রয়ে গেল কাঁচি! এই অভিযোগে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে আজ সংশ্লিষ্ট চিকিত্সকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি অভিযোগ করেন যে, গত বছরের নভেম্বরে অস্ত্রোপচারের সময় তাঁর স্ত্রীর পেটের ভিতর কাঁচি রেখে দিয়েছিলেন চিকিত্সকরা। চিকিত্সায় এই গাফিলতির বিষয়টি জানা যায় শনিবার। পেটে অসহ্য যন্ত্রণা নিয়ে হাসপাতালে যান ৩৩ বছরের মহেশ্বরী চৌধুরী। এক্স-রে করার পর দেখা যায়, পেটের ভিতর রয়েছে অস্ত্রোপচারের সময় ব্যবহার করা জোড়া কাঁচি। হায়দরাবাদের ওই সরকারি সুপার স্পেশ্যালিটি গত বছরের ২ নভেম্বর ওই মহিলা অস্ত্রোপচার হয়েছিল। এক্স-রেতে ওই মহিলার পেটে কাঁচি রেখে দেওয়ার কথা জানাজানি হওয়ার পর হাসপাতালের বাইরে বিক্ষোভ প্রদর্শন করেন তাঁর আত্মীয়রা। পুঞ্জাগুট্টা থানায় এই ঘটনায় অভিযোগ দায়ের করা হয়। কাঁচি বের করার জন্য রোগিনীকে ফের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনাকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়েছেন হাসপাতালের ডিরেক্টর কে মনোহর। তিনি বলেছেন, এই ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং তদন্ত রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















