এক্সপ্লোর
Advertisement
উত্তর প্রদেশের স্কুলে ৮১ পড়ুয়ার জন্য ১ লিটার দুধ, ১ বালতি জল মিশিয়ে কাজ চালালেন মিড ডে মিল কর্মীরা
খবর পেয়ে ঘটনাস্থলে যান রাজ্যের শিক্ষা আধিকারিকরা। সংশ্লিষ্ট কর্মীকে সাসপেন্ড করা হয়। নতুন করে দুধ খেতে দেওয়া হয় ছাত্রছাত্রীদের।
লখনউ: দুধ মোটে ১ লিটার। বাচ্চা ৮১টা। কীভাবে প্রত্যেককে দুধ দেওয়া যাবে? সমাধান খুব সোজা। ঢালাও জল মেশাও, জলে দুধে বেড়ে যাবে এমনি এমনি। উত্তর প্রদেশের সোনভদ্রের এক স্কুলে মিড ডে মিলে এমনই পুকুর চুরির ঘটনা সামনে এসেছে। সংশ্লিষ্ট শিক্ষামিত্রকে সাসপেন্ড করেছে প্রশাসন।
সোনভদ্রের চোপন ব্লকের কোটা গ্রম পঞ্চায়েতের ঘটনা। সলাইবলওয়া প্রাথমিক স্কুলে মিড ডে মিলে বুধবার বরাদ্দ ছিল খিচুড়ি আর দুধ। দুধ দেওয়ার সময় ১ লিটার জলে মিশিয়ে দেওয়া হয় ১ বালতি জল। তারপর তা বিলি করা হয় ৮১টা ছেলেমেয়ের মধ্যে। স্কুলে রান্নার দায়িত্বে থাকা ফুলবন্তী বলেছেন, পড়ুয়াদের দেওয়ার জন্য ১ লিটারই দুধ দেওয়া হয় তাঁকে, বাধ্য হয়ে তাতে জল মিশিয়ে পরিমাণ বাড়ান তিনি।
খবর পেয়ে ঘটনাস্থলে যান রাজ্যের শিক্ষা আধিকারিকরা। সংশ্লিষ্ট কর্মীকে সাসপেন্ড করা হয়। নতুন করে দুধ খেতে দেওয়া হয় ছাত্রছাত্রীদের। আধিকারিকদের বক্তব্য, প্রাথমিকভাবে মনে হচ্ছে, দোষ ওই কর্মীরই ছিল, ঘটনার তদন্ত করা হবে।
মিড ডে মিল নিয়ে কেলেঙ্কারির খবর অবশ্য এই প্রথম নয়, এর আগেও উত্তর প্রদেশেরই মির্জাপুরের এক প্রাথমিক বিদ্যালয়ে বাচ্চাদের মধ্যে নুন আর রুটি বিলি করা হয়েছিল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
খবর
জেলার
Advertisement