এক্সপ্লোর
Advertisement
হেঁটে বিহারে ফেরার চেষ্টা, হরিয়ানায় হাইওয়েতে গাড়ির ধাক্কায় মৃত্যু পরিযায়ী শ্রমিকের, জখম সঙ্গী
অন্যদিকে, উত্তরাখণ্ডের হলদোয়ানিতে এক পরিযায়ী শ্রমিক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ।
নয়াদিল্লি: ফের দুর্ঘটনায় মৃত্যু হল পরিযায়ী শ্রমিকের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হরিয়ানার অম্বালা জেলায়। এক সঙ্গীর সঙ্গে হেঁটে বিহারে ফেরার চেষ্টা করছিলেন ওই পরিযায়ী শ্রমিক। আজ সকালে হাইওয়েতে গাড়ির ধাক্কায় মৃত্যু হল তাঁর। জখম হয়েছেন সঙ্গী।
পুলিশ সূত্রে খবর, এই দুর্ঘটনা ঘটেছে ৪৪৪ এ জাতীয় সড়কে। এই হাইওয়ে অম্বালার সঙ্গে হরিয়ানারই যমুনানগর জেলা এবং উত্তরপ্রদেশের সহারানপুর জেলাকে যুক্ত করেছে। দুর্ঘটনাটি ঘটেছে মহেশ নগর থানা এলাকায়। ওই দুই যুবক অম্বালা জেলার নাগ্গাল করধান অঞ্চলে একটি কারখানায় কাজ করতেন। তাঁরা আজ সকালে বাড়ির উদ্দেশে হাঁটা শুরু করেন। হেঁটেই বিহারে যাওয়া তাঁদের লক্ষ্য ছিল। কিন্তু গাড়ির ধাক্কায় পথেই একজনের মৃত্যু হয়। অপরজনের চিকিৎসা চলছে চণ্ডীগড়ের পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ। ঘাতক গাড়িট চালক পলাতক।
অন্যদিকে, উত্তরাখণ্ডের হলদোয়ানিতে এক পরিযায়ী শ্রমিক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, ৪৫ বছর বয়সি ওই ব্যক্তি উত্তরপ্রদেশের বরেলির বাসিন্দা। তিনি রাজমিস্ত্রির কাজ করতেন। সঙ্গীদের সঙ্গে তিনি একটি বাড়িতে ভাড়া থাকতেন। লকডাউনের জেরে বাড়ি ফিরতে না পেরে হতাশ হয়েই তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে।
ট্রেন চালু হলেও, এখনও দেশের বিভিন্ন জায়গা থেকে শয়ে শয়ে পরিযায়ী শ্রমিক হেঁটে বাড়ি ফেরার চেষ্টা করছেন। তার ফলে দুর্ঘটনাও ঘটছে। দেশের বিভিন্ন প্রান্তে এই ঘটনা ঘটছে। রাজনৈতিক দলগুলি পরিযায়ী শ্রমিকদের এই চরম সমস্যা নিয়ে সরব হয়েছে। তবে তারপরেও শ্রমিকদের সমস্যা মিটছে না।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement