এক্সপ্লোর
Advertisement
প্রথম সাংবাদিক সম্মেলনে প্রশ্নের উত্তর দিলেন না, নিজের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জোরেই ক্ষমতায় ফিরছে বিজেপি, দাবি মোদির, ৩০০-র বেশি আসন পাব, বললেন অমিত শাহ
শুরুতেই মোদি দাবি করেন, বিজেপি নিজের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জোরেই কেন্দ্রে ক্ষমতায় ফিরবে। বিজেপির পারফরম্যান্স প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন চমত্কার হয়েছে। ইতিবাচক মেজাজেই ভোট হয়েছে। ৫ বছর ক্ষমতায় থাকার পর পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়েই একটি সরকার আবার ক্ষমতায় আসছে। সম্ভবত, দীর্ঘদিন বাদে এমনটা হতে চলেছে। এটাই একটা বড় ব্যাপার।
নয়াদিল্লি: প্রথম সাংবাদিক সম্মেলনে হাজির হলেন, কিন্তু কোনও প্রশ্ন নিলেন না নরেন্দ্র মোদি। প্রশ্নের জবাব দেওয়ার ভার দিলেন অমিত শাহকে। রবিবার লোকসভা নির্বাচনের সপ্তম তথা শেষ দফার ভোটগ্রহণের প্রচার শেষের পর আচমকা বিজেপি সভাপতির সঙ্গে সাংবাদিক সম্মেলনের মঞ্চে প্রধানমন্ত্রীকে দেখা যায়। বিজেপি সভাপতি দলের নির্বাচনী প্রচার নিয়ে প্রশ্নের জবাব দেন, এনডিএ সরকারের পারফরম্যান্সের ওপর বিস্তারিত রিপোর্ট কার্ডও পেশ করেন। কিন্তু দলীয় শৃঙ্খলার উল্লেখ করে প্রশ্নের জবাব দিতে অস্বীকার করেন মোদি। দলীয় সভাপতি সাংবাদিক সম্মেলন করছেন বলে তিনি কোনও প্রশ্নের উত্তর দেবেন না, বিজেপিতে নিয়ম-শৃঙ্খলা মেনে চলতে হয় বলে জানান মোদি। বলেন, আমরা দলের শৃঙ্খলাপরায়ণ সৈনিক। দলীয় সভাপতি আমাদের কাছে সব কিছু।
শুরুতেই মোদি দাবি করেন, বিজেপি নিজের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জোরেই কেন্দ্রে ক্ষমতায় ফিরবে। বিজেপির পারফরম্যান্স প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন চমত্কার হয়েছে। ইতিবাচক মেজাজেই ভোট হয়েছে। ৫ বছর ক্ষমতায় থাকার পর পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়েই একটি সরকার আবার ক্ষমতায় আসছে। সম্ভবত, দীর্ঘদিন বাদে এমনটা হতে চলেছে। এটাই একটা বড় ব্যাপার। তিনি আরও বলেন, জনতা পরবর্তী সরকারের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েই ফেলেছে। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কর্মসূচিতে অনেক কিছু প্রতিশ্রুতি দিয়েছি আমরা। যত শীঘ্র সম্ভব নতুন সরকার দায়িত্ব গ্রহণ করবে, একটার পর একটা সিদ্ধান্ত নেব আমরা।
ভারতকে তার বৈচিত্র্য, গণতন্ত্র দিয়ে গোটা দুনিয়াকে চমকে দিতে হবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বলেন, আমার বিশ্বাস, কিছু কিছু বিষয় গোটা বিশ্বকে গর্ব করে বলতে পারি আমরা। এটা দুনিয়ার সবচেয়ে বড় গণতন্ত্র। গণতন্ত্রের শক্তিকে বিশ্বের সামনে তুলে ধরা আমাদের দায়িত্ব। গণতন্ত্রের বিবিধতা দিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দেওয়া উচিত আমাদের। এক সময় ভোটের জন্য আইপিএল ভারতের বাইরে সরিয়ে নিয়ে যেতে হয়েছিল, কিন্তু বর্তমান সরকারের আমলে রমজান, ইস্টারের মধ্যেও ভোটগ্রহণ করা সম্ভব হয় বলে দাবি করেন তিনি।
মোদি বলেন, ভোটপ্রচারে তিনি জনগণকে বলেছেন, আমি আপনাদের আশীর্বাদের জন্য ধন্যবাদ দিতে এসেছি। দেশ আমাদের সঙ্গেই রয়েছে। তাই প্রচারটা ছিল মানুষকে ধন্যবাদ জানানোরই মাধ্যম। এমনকি আজও আমি আপনাদের, আপনাদের মাধ্যমে ওদের ধন্যবাদ বলতে এসেছি।
বিজেপির কর্মসূচিতে দেওয়া প্রতিশ্রুতিগুলি পূরণের কাজ দল কেন্দ্রে ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গেই শুরু হবে বলেও জানান মোদি। তিনি বলেন, একটা সত্ সরকারের যাত্রা শুরু হয়েছিল ২০১৪-র ১৭ মে, লোকসভা ভোটের ফল বেরনোর একদিন বাদেই। ২০১৪র ১৬ মে নির্বাচনের ফল প্রকাশিত হয়। ১৭ মে একটা বিরাট ক্ষতি হয় কারও কারও। সাট্টা বাজারের যেসব লোক কংগ্রেস নির্বাচনে জিতবে বলে বাজি ধরেছিল, ১৭ মে তাদের বিরাট লোকসান হয়।
বিজেপি সভাপতি অমিত শাহও দাবি করেন, বিজেপি একাই সরকার গড়ার মতো যথেষ্ট আসন পাবে। আমরা ৩০০-র বেশি আসন পাব। এই নির্বাচন দেশের প্রধানমন্ত্রী বেছে নেওয়ার। নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হবেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
মালদা
শিক্ষা
জেলার
Advertisement