এক্সপ্লোর
Advertisement
গর্তে লুকিয়ে থাকলেও নিশানা করব সন্ত্রাসবাদীদের, ভিতরে ঢুকে মারব, একটা কাজ শেষ হলেই আমাদের সরকার ঘুমোয় না, আরেকটার প্রস্তুতি নেয়, বললেন মোদি
আমদাবাদ: পাকিস্তান থেকে মাথাচাড়া দেওয়া সন্ত্রাসবাদ রোধে গত সপ্তাহের বিমান হানাই এ ধরনের শেষ অভিযান নয় বলে ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাকিস্তানের বালাকোটে পুলওয়ামা হামলার দায় নেওয়া জইশ-ই-মহম্মদের ঘাঁটিতে ভারতীয় বায়ুসেনার বিমান হামলার প্রচ্ছন্ন ইঙ্গিত করে তিনি বলেন, একটা কাজ শেষ হলেই আমাদের সরকার ঘুমোয় না, আরেকটার প্রস্তুতি নেয়। মাটির তলায় গর্তে লুকিয়ে গা ঢাকা দিয়ে থাকলেও সন্ত্রাসবাদীদের তিনি টার্গেট করবেন বলে জানান প্রধানমন্ত্রী। আরও বলেন, প্রয়োজনে বড় ধরনের, অপ্রিয় সিদ্ধান্ত নিতেও আমপা পিছপা হব না।
একথায় জনসভার শ্রোতারা বিপুল সমর্থন জানান তাঁকে।
বিরোধী শিবিরের নেতারা বায়ুসেনার অভিযান নিয়ে তাঁর সরকারের দাবি নিয়ে প্রশ্ন তোলায় তাঁদের প্রবল সমালোচনা কপে প্রধানমন্ত্রী বলেন, তাঁরা যেন ভারতীয় সশস্ত্র বাহিনীকে খাটো না করেন, পাকিস্তানি মিডিয়ায় বড় প্রচার পায়, এমন মন্তব্য করা থেকেও বিরত থাকেন। মোদি বলেন, আমাদের বিরোধী নেতারা যা বলেন, পাকিস্তানের কাগজে সেগুলি হেডলাইন হয়।
সন্ত্রাসবাদ মোকাবিলায় কঠোর অবস্থান প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, ভারতে এ ধরনের কার্যকলাপে দোষী লোকজন মাটির নীচে গা ঢাকা দিলেও তাদের তিনি ঠিক খুঁজে বের করবেন। ওদের গুহায় ঢুকে খতম করাই আমাদের নীতি।
পুলওয়ামা হামলার জবাবে বালাকোটে সন্ত্রাসবাদের ঘাঁটিতে বায়ুসেনার বিমান হানাকে আসন্ন লোকসভা ভোটের সঙ্গে জুড়ে দেওয়া উচিত নয় বলেও অভিমত জানান মোদি। বলেন, এটা যদি নির্বাচন মাথায় রেখেই করা হত, তাহলে ২০১৬-য় প্রথম সার্জিক্যাল হামলার সময় কোন নির্বাচনটা ছিল।
আমদাবাদ সিভিল হাসপাতালে ২০০৮ এর হামলার উল্লেখ করে মোদি বলেন, তখন যারা দিল্লিতে ক্ষমতায় ছিল, তাদের কি উচিত ছিল না, পাকিস্তানে বসে থাকা লোকজনকে উচিত শিক্ষা দেওয়া?
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement