এক্সপ্লোর
Advertisement
কেন্দ্রীয় বাজেটের আগে শীর্ষ অর্থনীতিবিদ ও বাণিজ্য বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক মোদির
৫ জুলাই নরেন্দ্র মোদির দ্বিতীয় মন্ত্রীসভার প্রথম বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ
নয়াদিল্লি: কেন্দ্রীয় বাজেটের আগে শনিবার দেশের শীর্ষ অর্থনীতিবিদ ও বাণিজ্য বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের অর্থনৈতিক বৃদ্ধি নিয়ে আলোচনা করলেন তিনি। ব্যাঙ্কিং ও বিমাক্ষেত্র সহ একাধিক বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বৈঠকে। ৫ জুলাই কেন্দ্রীয় বাজেট পেশ হওয়ার আগে এই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ও চল্লিশের বেশি অর্থনীতিবিদ। সকলের মতামত নিয়েছেন প্রধানমন্ত্রী।
‘ইকনমিক পলিসি – দ্য রোড অ্যাহেড’ শীর্ষক এই আলোচনাসভাটির আয়োজক ছিল জাতীয় নীতি আয়োগ। পরে প্রধানমন্ত্রীর দফতর থেকে বিবৃতি দিয়ে জানানো হয়, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও জলসম্পদ - মূলত এই বিষয়গুলির উপরই বাড়তি গুরুত্ব দেওয়ার কথা উঠে এসেছে এই বৈঠকে। ট্যুইট করে এই বৈঠকের সাফল্যের কথা জানিয়েছেন মোদি। প্রধানমন্ত্রী লেখেন, ‘অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞদের সঙ্গে ম্যাক্রো-ইকনমি, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, জলসম্পদ নিয়ে ফলপ্রসূ আলোচনা হল। যে সমস্ত পরামর্শ পেলাম, তা খুবই দূরদর্শী।’
৫ জুলাই নরেন্দ্র মোদির দ্বিতীয় মন্ত্রীসভার প্রথম বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement