এক্সপ্লোর
Advertisement
সন্তানদের প্রাণ বাঁচাতে ক্ষুধার্ত গোখরোর সঙ্গে মরণপন লড়াই মুরগির, ভাইরাল হল ভিডিও
কথায় বলে, পৃথিবীর মধ্যে সবচেয়ে নিরাপদ স্থান মায়ের কোল! তবে এই কথা যে কেবল মানুষের ক্ষেত্রে প্রযোজ্য না তা অক্ষরে অক্ষরে প্রমাণ করে দিল একটা মুরগি! বাসায় ঢুকে পড়া গোখরোর সঙ্গে একা লড়াই করে বাচ্চাদের বাঁচাচ্ছে এক মুরগি, সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল হল সেই ভিডিও।
নয়াদিল্লি: কথায় বলে, পৃথিবীর মধ্যে সবচেয়ে নিরাপদ স্থান মায়ের কোল! তবে এই কথা যে কেবল মানুষের ক্ষেত্রে প্রযোজ্য না তা অক্ষরে অক্ষরে প্রমাণ করে দিল একটা মুরগি! বাসায় ঢুকে পড়া গোখরোর সঙ্গে একা লড়াই করে বাচ্চাদের বাঁচাচ্ছে এক মুরগি, সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল হল সেই ভিডিও।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। ভিডিওতে দেখা যাচ্ছে একটি মুরগির ডেরায় ঢুকে পড়েছে একটি বিশাল গোখরো সাপ! সেই ডেরায় অনেকগুলি ছানা নিয়ে বসেছিল এক মা মুরগি! গোখরো মুরগির ছানাদের আক্রমণ করতে এগোতে থাকে! সেই দেখে মা মুরগিটি ঝাঁপিয়ে পড়ে গোখরোর ওপর। নিজের প্রাণের ঝুঁকি নিয়ে ঠায় ঠোকর মারতে থাকে গোখরোকে। গোখরোও পাল্টা ছোবল দেবার চেষ্টা করে মুরগিকে। বারে বারে ছোবল এড়িয়ে গোখরোকেই কোণঠাসা করে ফেলে মুরগিটি।
আসলে নিজের ছানাদের পালাবার সময় করে দিচ্ছিল মুরগিটি। ছানারাও ততধিক বুদ্ধিমান! এই সুযোগে সময়ের সদ্বব্যবহার করে একে একে ডেরা থেকে পালিয়ে যায় তারা। সব ছানা ডেরা থেকে না বেরিয়ে যাওয়া অবধি প্রাণপণ লড়াই চালিয়ে যায় মুরগিটি। নিজের জীবনের ঝুঁকি নিয়ে বারবার শত্রুর বিরুদ্ধে মরিয়া লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ে মুরগীটি, সৌভাগ্যবশত জিতেও যায় সে!
এই ভিডিওটি সামনে আসতেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়! ভিডিওটি ইতিমধ্যেই দেখে ফেলেছেন প্রায় ২৫ হাজার মানুষ। সবাই বলছেন, এটাই তো 'দ্য রয়্যাল ফাইট!'
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আজ ফোকাস-এ
জেলার
খবর
জেলার
Advertisement