এক্সপ্লোর
Advertisement
ছবি বিক্রি করে পাওয়া ৫৪ হাজার টাকা করোনা মোকাবিলায় দান করল এই খুদে
কবীর জানিয়েছে, স্কুল খোলার পরেও সে আঁকা চালিয়ে যাবে। ছবি বিক্রি করে যা টাকা পাওয়া যাবে, তা মুম্বইয়ের গরিব মানুষের কল্যাণের জন্য দান করবে সে।
মুম্বই: করোনা ভাইরাস মোকাবিলায় এবার এগিয়ে এল মুম্বইয়ের এক খুদে। মালাবার হিলের এক ব্যবসায়ীর একমাত্র ছেলে ৬ বছরের কবীর মোদি ছবি বিক্রি করে পাওয়া ৫৪ হাজার টাকা একটি স্বেচ্ছাসেবী সংস্থাকে দান করেছে।
এই খুদে জানিয়েছে, সে কোনওদিন কারও কাছে আঁকা শেখেনি। তার মা ঊর্বশীই আঁকার প্রাথমিক পাঠ দিয়েছেন। এরপর থেকে সে নিজেই নানারকম ছবি আঁকে। তার আঁকা সহজ-সরল হলেও, সবারই চোখ টেনে নেয়। সে আঁকার পাশাপাশি বই পড়তেও ভালবাসে। তার স্মৃতিশক্তি অসাধারণ।
গত তিন মাস ধরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কবীরের ছবি বিক্রি করেছেন তার পরিবারের লোকজন। সেই ছবি বিক্রি করে যা টাকা পাওয়া গিয়েছে, তা সরাসরি ওই স্বেচ্ছাসেবী সংস্থাকে দান করা হয়েছে। কবীর জানিয়েছে, স্কুল খোলার পরেও সে আঁকা চালিয়ে যাবে। ছবি বিক্রি করে যা টাকা পাওয়া যাবে, তা মুম্বইয়ের গরিব মানুষের কল্যাণের জন্য দান করবে সে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
বাংলাদেশ
জেলার
জেলার
Advertisement