এক্সপ্লোর
Advertisement
এখনই লোকসভা ভোট হলে এনডিএ-র আসন কমে হতে পারে ২৭৬টি, বেড়ে ইউপিএ ১১২, অন্যরা ১৫৫টি, ইঙ্গিত এবিপি আনন্দ-সি ভোটারের যৌথ জনমত সমীক্ষায়
নয়াদিল্লি: ২০১৯–এর লোকসভা নির্বাচনের আগে তিন রাজ্যের আসন্ন বিধানসভা ভোটের দিকে নজর রাজনৈতিক মহলের। তিন রাজ্যের ভোটের ফলে সামনের বছরে দেশে পালাবদল হবে নাকি মোদীর বিজয়রথই অব্যাহত থাকবে, তার একটা ইঙ্গিত, গতিপ্রকৃতির হদিশ পাওয়া যাবে বলে ধারণা তাদের। কিন্তু এখনই লোকসভা ভোট হলে কীরকম হতে পারে লোকসভার ছবিটা? এবিপি আনন্দ-সি ভোটারের যৌথ সমীক্ষার ইঙ্গিত, এখনই ভোট হলে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ পেতে পারে ২৭৬ টি আসন। অর্থাৎ ম্যাজিক ফিগার ২৭২-এর চেয়ে মাত্র চারটি আসন বেশি। ২০১৪-র লোকসভা নির্বাচনে এনডিএ পেয়েছিল ৩৪১টি। অর্থাৎ এখনই ভোট হলে তাদের ৬৫টি আসন কমতে পারে।
সমীক্ষা অনুযায়ী এখনই ভোট হলে বিজেপি একা পেতে পারে ২৪৮টি আসন। কিন্তু, ২০১৪-র লোকসভা নির্বাচনে মোদির নেতৃত্বাধীন বিজেপি একাই ২৮২টি আসন পেয়েছিল।
অর্থাৎ, ২০১৪-য় মোদির বিজেপি একার দমে সরকার গড়তে সক্ষম হলেও এবার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নাও পেতে পারে তারা।
উল্টোদিকে এবিপি আনন্দ-সি ভোটারের যৌথ সমীক্ষায় ইঙ্গিত এখনই লোকসভা নির্বাচন হলে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ পেতে পারে ১১২ টি আসন। অর্থাৎ ম্যাজিক ফিগার ২৭২-এর ধারেকাছে নয়।
২০১৪-র লোকসভা নির্বাচনে ইউপিএ পেয়েছিল ৬০টি আসন। অর্থাৎ এখনই ভোট হলে তাদের আসন প্রায় দ্বিগুণ হতে পারে। ৫২টি আসন বাড়তে পারে ইউপিএ -র।
সমীক্ষা অনুযায়ী এখনই লোকসভা ভোট হলে কংগ্রেস একা পেতে পারে ৮০টি আসন।
২০১৪-র লোকসভা নির্বাচনে কংগ্রেস পেয়েছিল ৪৪টি আসন। অর্থাৎ, ২০১৪-য় তুলনায় রাহুলের দল দ্বিগুণ আসন পেলেও, সরকার গড়া তো দূরের কথা, একশোও পেরোনো কঠিন তাদের পক্ষে।
এবিপি আনন্দ-সি ভোটারের যৌথ সমীক্ষায় ইঙ্গিত এখনই লোকসভা নির্বাচন হলে
অন্যান্য দলের ঝুলিতে যেতে পারে ১৫৫টি আসন। তারা ৩৬ শতাংশ ভোট পেতে পারে।
২০১৪-র তারা ১৪২টি আসন পেয়েছিল।
অর্থাৎ সমীক্ষার নির্যাস, এখনই লোকসভা নির্বাচন হলে মোদির নেতৃত্বাধীন এনডিএ ২৭৬টি আসন পেতে পারে, ৩৮ শতাংশ ভোট। অন্যদিকে রাহুলের নেতৃত্বাধীন ইউপিএ পেতে পারে ১১২টি আসন। ২৫ শতাংশ ভোট।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement