এক্সপ্লোর
Advertisement
মহারাষ্ট্র: আরও আলোচনা চাই, সনিয়ার সঙ্গে সাক্ষাতের পর জানালেন পওয়ার
শিবসেনা মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী পদ নিয়ে বিজেপির সঙ্গে ঐকমত্য না হওয়ার জেরে জোট ভেঙে বেরিয়ে এসেছে। উদ্ধব ঠাকরের দলের সঙ্গে কথাবার্তা চলছে পওয়ারের এনসিপির। সরকার গড়ে ৫ বছর তা টিকিয়ে রাখা সুনিশ্চিত করার লক্ষ্যে অভিন্ন ন্যূনতম কর্মসূচি তৈরির ব্যাপারে কথা চালাচ্ছে কংগ্রেস, এনসিপি, শিবসেনা।
নয়াদিল্লি: সনিয়া গাঁধী, শরদ পওয়ার বৈঠকে শিবসেনাকে সঙ্গে নিয়ে মহারাষ্ট্রে সরকার গঠনের প্রশ্নে কোনও সিদ্ধান্ত, অগ্রগতি হল না। বৈঠকের পর এনসিপি সভাপতি সাংবাদিকদের বলেন, মহারাষ্ট্রের রাজনৈতিক পরিস্থতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি আমরা। ওনাকে গোটা পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছি। সেখানে শ্রী এ কে অ্যান্টনিও উপস্থিত ছিলেন। উভয় দলের (কংগ্রেস-এনসিপি) নেতারা পরে বৈঠকে বসে আরও আলোচনা করে আমাদের কী হল, জানাবেন। রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হলেও সরকার গঠনের ব্যাপারে তাঁদের কোনও কথা হয়নি বলে দাবি করেন পওয়ার।
Sh. Sharad Pawar met the Congress President today and briefed her on the situation in Maharashtra. It was decided that in a day or two, representatives from NCP & Congress will meet in Delhi to discuss the way forward
— Randeep Singh Surjewala (@rssurjewala) November 18, 2019
আজ বিকেলে কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রীর ১০ জনপথের বাসভবনে যান পওয়ার। সেখানে প্রায় ৪০ মিনিট তাঁদের কথা হয় বলে সূত্রের খবর। শিবসেনা মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী পদ নিয়ে বিজেপির সঙ্গে ঐকমত্য না হওয়ার জেরে জোট ভেঙে বেরিয়ে এসেছে। উদ্ধব ঠাকরের দলের সঙ্গে কথাবার্তা চলছে পওয়ারের এনসিপির। সরকার গড়ে ৫ বছর তা টিকিয়ে রাখা সুনিশ্চিত করার লক্ষ্যে অভিন্ন ন্যূনতম কর্মসূচি তৈরির ব্যাপারে কথা চালাচ্ছে কংগ্রেস, এনসিপি, শিবসেনা।
Sharad Pawar after meeting Sonia Gandhi: We discussed in detail about Maharashtra's political situation. I briefed her on it. Mr. AK Antony was also there. Certain leaders of both(Congress-NCP) parties will meet and discuss further and get back to us pic.twitter.com/0QKsSsD8oD
— ANI (@ANI) November 18, 2019
এদিন সংসদের শীত অধিবেশন উপলক্ষ্যে রাজধানীতে এসে পওয়ার সকালে বলেন, মহারাষ্ট্রে সরকার গঠনের দাবি জানাতে ইচ্ছুক সব দলকেই নিজের নিজের রাস্তা বেছে নিতে হবে। বিজেপি-শিবসেনা একসঙ্গে লড়েছে, আমরা (এনসিপি) ও কংগ্রেস একযোগে লড়েছি। ওদের নিজেদের পথ বাছতে হবে। আমরা আমাদের রাজনীতি করব। তিনি আরও বলেন, দুদলেরই বরিষ্ঠ নেতাদের মতামত নিয়ে সামনের পথ স্থির করা হবে। কারও সঙ্গেই সরকার গঠনের ব্যাপারে কথা হয়নি, সংখ্যার শক্তি নিয়ে হয়েছে। তিনি আরও বলেন, বিধানসভা নির্বাচনে স্বাভিমানি শ্বেতকারী পার্টি আমাদের সঙ্গে থেকে লড়েছে। সমাজবাদী পার্টিও ছিল। ওদের সঙ্গে আলোচনা হয়নি। ওদেরও সঙ্গে নিয়ে চলতে হবে। কাকে সঙ্গে নেওয়া হবে, কাকে হবে না, তা নিয়ে এখনও আলোচনা হয়নি। আমাদের হাতে ৬ মাস সময় আছে।
কংগ্রেস মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালা পরে ট্যুইট করেন, শরদ পওয়ার কংগ্রেস সভানেত্রীর সঙ্গে দেখা করে মহারাষ্ট্রের পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছেন। ঠিক হয়েছে, আগামী ২-১ দিনে এনসিপি, কংগ্রেস নেতাদের প্রতিনিধিদল আলোচনা এগিয়ে নিয়ে যেতে দিল্লিতে বসবেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement