এক্সপ্লোর
Advertisement
সংশোধিত নাগরিকত্ব আইন: ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র বাঁচাতে একজোট হওয়ার আবেদন, মমতা, কেজরিবাল সহ ১১ মুখ্যমন্ত্রীকে চিঠি বিজয়নের
বিজয়ন আরও লিখেছেন, সমাজের বিভিন্ন অংশের মানুষকে, তাঁদের মধ্যে যত মতবিরোধই থাকুক না কেন, তার ঊর্ধ্বে উঠে আমাদের রাজনীতির মৌলিক দিক, বৈশিষ্ট্যগুলি রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে, যা ভারতীয় গণতন্ত্রের মূল ভিত্তি।
তিরুঅনন্তপুরম: মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিবাল সহ ১১টি রাজ্যের অ-বিজেপি মুখ্যমন্ত্রীদের চিঠি দিলেন পিনারাই বিজয়ন। সংসদে গৃহীত বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বাতিলের দাবিতে কেরল বিধানসভায় কংগ্রেসের সহযোগিতায় প্রস্তাব পাশ হওয়ার পর এবার ধর্মনিরপেক্ষতা ও গণতন্ত্র বাঁচানোর প্রয়োজনীয়তার ব্যাপারে অন্য মুখ্যমন্ত্রীদের চিঠি পাঠালেন বাম মোর্চার মুখ্যমন্ত্রী। কেরলের মতোই ওই রাজ্যগুলিকে সিএএ-বিরোধী প্রস্তাব বিধানসভায় পাশ করানোর প্রস্তাব ভেবে দেখতে বলেছেন বিজয়ন। লিখেছেন, যে রাজ্যগুলি মনে করে, সিএএ বাতিল হওয়া উচিত, তারাও (কেরল বিধানসভায় সিএএ-বিরোধী প্রস্তাব) একই পদক্ষেপ গ্রহণের কথা ভাবুক।
তিনি লিখেছেন, নাগরিকত্ব আইন, ২০১৯ নিয়ে আমাদের সমাজের বিরাট অংশের মনে সংশয়, আশঙ্কা তৈরি হয়েছে। ধর্মনিরপেক্ষতা ও গণতন্ত্রের বিপুল কাঙ্খিত মূল্যবোধ বাঁচানো, রক্ষায় আগ্রহী সব ভারতীয়ের মধ্যে ঐক্য, সংহতি রক্ষাই বর্তমান সময়ের দাবি। এজন্য বিজেপি-বিরোধী রাজ্যগুলির একজোট থাকার কথা বলেছেন বিজয়ন।
মমতা, কেজরিবাল বাদে বিজয়ন চিঠি লিখেছেন অন্ধ্রপ্রদেশ, বিহার, ঝাড়খন্ড, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ওড়িশা, পঞ্জাব, পুদুচেরি, রাজস্থানের মুখ্যমন্ত্রীদের। একমাত্র বিহারেই বিজেপির শরিক দলের মুখ্যমন্ত্রী হিসাবে সরকার রয়েছে নীতীশ কুমারের। বাকি রাজ্যগুলি হয় কংগ্রেস, কংগ্রেস নেতৃত্বাধীন জোট সরকার বা আঞ্চলিক কোনও দল শাসিত।
বিজয়ন আরও লিখেছেন, সমাজের বিভিন্ন অংশের মানুষকে, তাঁদের মধ্যে যত মতবিরোধই থাকুক না কেন, তার ঊর্ধ্বে উঠে আমাদের রাজনীতির মৌলিক দিক, বৈশিষ্ট্যগুলি রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে, যা ভারতীয় গণতন্ত্রের মূল ভিত্তি।
এছাড়া কেরল সরকারের রাজ্যে জাতীয় জনসংখ্যা রেজিস্টার (এনপিআর) তৈরি সংক্রান্ত সব ধরনের কাজ বন্ধ রাখার সিদ্ধান্তেরও উল্লেখ করেছেন তিনি। লিখেছেন, কেরল এনআরসি ঘিরে আতঙ্ক, ভীতি কাটানোর সিদ্ধান্ত নিয়েছে, এনপিআর তৈরির মাধ্যমে এনআরসি করা হবে, এহেন সন্দেহের পরিপ্রেক্ষিতে রাজ্যে এনপিআর সংক্রান্ত সব ধরনের কাজ স্থগিত রেখেছে।
প্রসঙ্গত, বিজেপি সাংসদ জিভিএল নরসিমা রাও রাজ্যসভা বেঙ্কাইয়া নাইডুকে পিটিশন দিয়ে দাবি করেছেন, সিএএ প্রত্যাহারের দাবিতে বিধানসভায় প্রস্তাব গৃহীত হওয়ায় কেরলের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গ ও সংসদ অবমাননার জন্য ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া শুরু হোক।
বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ধর্মীয় নির্যাতন এড়াতে ভারতে পালিয়ে আসা অ-মুসলিম শরণার্থীদের এদেশের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে সংশোধিত আইনে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
খবর
Advertisement