ভিকেসি-র নতুন লোগো, ব্র্যান্ড লাইন প্রকাশ
VKC Gorup: ভিকেসি প্রাইড ব্র্যান্ডের থিম ‘প্রোগ্রেস উইথ প্রাইড’।
কোচি: ভারতে জুতোর বাজারে অন্যতম সেরা ও জনপ্রিয় ব্র্যান্ড ভিকেসি। সাড়ে তিন দশকেরও বেশি পুরনো এই সংস্থা এবার নতুন নতুন লোগো এবং ব্র্যান্ড লাইন প্রকাশ করল। এই লোগো প্রকাশ এবং ব্র্যান্ড লাইন প্রকাশের অনুষ্ঠানে হাজির ছিলেন কেরলের মন্ত্রী পি এ মহম্মদ রিয়াজ। ভিকেসি গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ভিকেসি রজাকের সঙ্গে নতুন লোগো এবং ব্র্যান্ড লাইন প্রকাশ করেন মন্ত্রী।
এই অনুষ্ঠানে কেরলের মন্ত্রী রিয়াজ এবং ভিকেসি গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ছাড়াও ভার্চুয়ালি হাজির ছিলেন ভিকেসি গ্রুপের চেয়ারম্যান ভিকেসি মাম্মাদ কয়া এবং সংস্থার অন্যান্য ডিরেক্টররা। এছাড়া উপস্থিত ছিলেন সি চাকো, ভি রফিক ও এম বাবু।
ভিকেসি প্রাইড ব্র্যান্ডের থিম ‘প্রোগ্রেস উইথ প্রাইড’। ১৯৮৪ সালে এই সংস্থা প্রতিষ্ঠা করেন ভিকেসি মহম্মদ কয়া। শুরুটা হয়েছিল হাওয়াই চপ্পল দিয়ে। প্রথমে এই সংস্থার কর্মী সংখ্যা ছিল ২০। এখন দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও ছড়িয়ে গিয়েছে এই সংস্থার শাখা। কর্মী সংখ্যা প্রায় ৭,০০০। এছাড়া আরও ৪,০০০ কর্মী এই সংস্থার সঙ্গে যুক্ত।