এক্সপ্লোর
Advertisement
রেলের রিজার্ভেশনের নিয়মে বদল, আজ থেকে ট্রেন ছাড়ার ৩০ মিনিট আগে দ্বিতীয় চার্ট
যাত্রীদের কথা মাথায় রেখে আগের নিয়ম ফিরিয়ে আনল রেল।
নয়াদিল্লি: আজ থেকে টিকিট বুকিংয়ের নিয়মে বদল আনল ভারতীয় রেল। যাত্রীস্বার্থের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। আজ থেকে ফের আগের মতোই ট্রেন ছাড়ার আধ ঘণ্টা আগে দ্বিতীয় রিজার্ভেশনের চার্ট তৈরি করা হবে।
এতদিন ট্রেন ছাড়ার আধ ঘণ্টা আগেই দ্বিতীয় রিজার্ভেশনের চার্ট তৈরি হত। কিন্তু করোনা-কালে সেই নিয়মে বদল আনে রেল কর্তৃপক্ষ। ট্রেন ছাড়ার নির্ধারিত সময় বা পরিবর্তিত সময়ের ২ ঘণ্টা আগে চূড়ান্ত তালিকা তৈরি করা হচ্ছিল। ফলে অসুবিধায় পড়ছিলেন যাত্রীরা। যাত্রীদের কথা মাথায় রেখে আগের নিয়ম ফিরিয়ে আনল রেল।
এক বিবৃতিতে রেল জানিয়েছে, ‘কোভিড-১৯ পূর্ববর্তী পরিস্থিতির মতো প্রথম রিজার্ভেশনের চার্ট ট্রেন ছাড়ার চার ঘণ্টা আগে তৈরি করা হবে। দ্বিতীয় রিজারভেশন চার্ট তৈরি হবে ট্রেন ছাড়ার আধ ঘণ্টা আগে। অনলাইন, পিআরএস টিকিট কাউন্টার থেকে টিকিট কাটার সুবিধা মিলবে।’
২৫ মার্চ দেশজুড়ে লকডাউন ঘোষণা হয়। সেদিন থেকে বন্ধ হয়ে যায় রেল পরিষেবা। যদিও পয়লা মে থেকে শ্রমিক স্পেশাল ট্রেন চালু হয়। দেশজুড়ে লোকাল ট্রেন এখনও চালু হয়নি। এমনকী, কিছু স্পেশাল ট্রেন চললেও, দূরপাল্লার ট্রেন পরিষেবা এখনও চালু হয়নি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement