এক্সপ্লোর
Advertisement
কাল থেকে চালু হচ্ছে ডেবিট ও ক্রেডিট কার্ড সংক্রান্ত নয়া নিয়ম, জেনে নিন কী বদল আসছে
এর ফলে ডেবিট ও ক্রেডিট কার্ডের অপব্যবহার রোখা সম্ভব হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
নয়াদিল্লি: ডেবিট ও ক্রেডিট কার্ডের সুরক্ষা বাড়ানো এবং জালিয়াতি রোখার লক্ষ্যে কাল থেকে চালু হচ্ছে নতুন নিয়ম। এ বছরের জানুয়ারিতে নতুন নিয়ম চালু করে রিজার্ভ ব্যাঙ্ক। সেটা এবার কার্যকর হচ্ছে। ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের যাতে সুবিধা হয় এবং লেনদেন নিরাপদ হয়, সেটা নিশ্চিত করার জন্যই এই নিয়ম চালু করা হয়েছে। এর ফলে ডেবিট ও ক্রেডিট কার্ডের অপব্যবহার রোখা সম্ভব হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে ব্যাঙ্কগুলিতে পাঠানো নির্দেশিকায় জানানো হয়েছে, গ্রাহকদের কোনও কার্ড দেওয়ার সময় নিশ্চিত করতে হবে, এটিএম ও পিওএস টার্মিনালে শুধু দেশীয় কার্ডের লেনদেনই যেন হয়। আন্তর্জাতিক লেনদেন, অনলাইন লেনদেন, কার্ডবিহীন লেনদেন করতে চাইলে গ্রাহকদের পৃথকভাবে আবেদন জানাতে হবে। কাল থেকে নতুন কার্ডের ক্ষেত্রে এই নিয়ম চালু হচ্ছে। পুরনো কার্ড যাঁদের আছে, তাঁরা চাইলে এই পরিষেবা নিতে পারেন, আবার না-ও নিতে পারেন।
এতদিন এই পরিষেবাগুলি পাওয়ার জন্য আলাদাভাবে আবেদন জানাতে হত না। কিন্তু এবার থেকে আলাদা করে আবেদন জানাতে হবে। যদি পুরনো ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে কোনও ব্যক্তি এখনও পর্যন্ত অনলাইনে লেনদেন, কনট্যাক্টলেস ট্রানজাকশন বা আন্তর্জাতিক লেনদেন না করে থাকেন, তাহলে কাল থেকে সেই পরিষেবাগুলি ব্যবহারের সুযোগ আর থাকবে না। রিজার্ভ ব্যাঙ্ক আরও জানিয়েছে, সপ্তাহের সাত দিন এবং ২৪ ঘণ্টাই গ্রাহকদের মোবাইল ব্যাঙ্কিং ও নেট ব্যাঙ্কিং সংক্রান্ত পরিষেবাগুলি বেছে নেওয়ার সুযোগ দিতে হবে। গ্রাহকরা কার্ডের পরিষেবা সংক্রান্ত কোনও বদল করলে তাঁদের এসএমএস মারফত বার্তা দিতে হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement