News Broadcasters & Digital Association (NBDA):এনবিএ-র নাম বদলে হচ্ছে নিউজ ব্রডকাস্টার্স অ্যান্ড ডিজিটাল অ্যাসোসিয়েশন
ক্ষেত্রে দর্শকদের কাছে সংবাদ দর্শকদের সামনে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে ডিজিটাল মিডিয়াও। ডিজিটাল মাধ্যম ভবিষ্যত হিসেবে পরিগণিত হচ্ছে।
নয়াদিল্লি: নাম বদল হচ্ছে দেশের সংবাদ সম্প্রচারকারী সংস্থাগুলির বৃহত্তম সংগঠন নিউজ ব্রডকাস্টার্স অ্যাসোসিয়েশন (এনবিএ)-র। সংগঠনের নতুন নাম হবে নিউজ ব্রডকাস্টার্স অ্যান্ড ডিজিটাল অ্যাসোসিয়েশন (এনবিডিএ)।
দেশের প্রথমসারির সংবাদ সম্প্রচারকারী টেলিভিশন চ্যানেলগুলিকে নিয়ে গঠিত এনবিএ। দেশের মোট দর্শকদের ৮০ শতাংশের বেশি এই চ্যানেলগুলিতে খবর দেখেন। বর্তমানে প্রযুক্তির সৌজন্য সংবাদমাধ্যমের মানচিত্রে অনেকটাই পরিবর্তন হয়েছে। দর্শকদের কাছে সংবাদের ক্ষেত্রে অনেক বিকল্পই রয়েছে। এক্ষেত্রে দর্শকদের কাছে সংবাদ দর্শকদের সামনে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে ডিজিটাল মিডিয়াও। ডিজিটাল মাধ্যম ভবিষ্যত হিসেবে পরিগণিত হচ্ছে। ডিজিটাল সংবাদ সম্প্রচারকারী সংস্থাগুলিও এখন এনবিএ-র সদস্য। এই বিষয়টির প্রতিফলন ঘটাতেই এনবিএ-র বোর্ড সংগঠনের নাম এনবিডিএ করার সিদ্ধান্ত নিয়েছে।
Entally: মাঝরাতে এন্টালিতে কিশোরকে চোর সন্দেহে পিছু ধাওয়া করে পিটিয়ে খুন
এই সিদ্ধান্তের কথা ঘোষণা করে এনবিএ প্রেসিডেন্ট রজত শর্মা বলেছেন, ডিজিটাল সংবাদ পরিবেশনকারীদেরও সংগঠনের সদস্য হিসেবে অন্তর্ভূক্ত করার সিদ্ধান্ত নিয়েছে এনবিএ। নতুন এই পর্যায়ে ডিজিটাল মিডিয়া সংবাদ সম্প্রচারকারীদের অন্তর্ভূক্তির সঙ্গে এনবিএ বোর্ড নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। সংগঠনের নতুন নাম হবে এনবিডিএ।
তিনি আরও বলেছেন, টেলিভিশন সম্প্রচারকারী ও ডিজিটাল-উভয় সংবাদমাধ্যমের শক্তিশালী সম্মিলিত কণ্ঠস্বর হয়ে উঠবে। বাণিজ্যিক ও বিধিনিয়ম সংক্রান্ত বিষয় ছাড়াও তা দেশের সংবিধানে প্রদত্ত অবাধ মতামত প্রকাশের স্বাধীনতা আরও ভালোভাবে সুরক্ষিত করার ক্ষেত্রে এনবিডিএ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
নিরপেক্ষ স্বনিয়ন্ত্রক সংস্থা হিসেবে ১৪ বছর আগে নিউজ ব্রডকাস্টিং স্টান্ডার্ড অথরিটি (এনবিএসএ)-র গঠন করেছিল সংবাদ পরিবেশনকারী টেলিভিশন চ্যানেলগুলি। যে কোনও অভিযোগ খতিয়ে দেখা ও নিষ্পত্তির ক্ষেত্রে সংস্থার প্রধান পদে আসীন হয়েছেন সুপ্রিম কোর্টের অনেক বিচারপতি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। তাঁরা ধারাবাহিকভাবে সম্প্রচারের মান বৃদ্ধির চেষ্টা করেছেন। নিউড ব্রডকাস্টিং স্ট্যান্ডার্ড অথরিটি (এনবিএসএ)-র নাম পরিবর্তিত হয়ে হচ্ছে নিউড ব্রডকাস্টিং অ্য়ান্ড ডিজিটাল স্ট্যান্ডার্ড অথরিটি (এনবিডিএসএ)।