এক্সপ্লোর
নয়ডায় ভেঙে পড়ল নির্মীয়মান বহুতল, মৃত অন্তত ৪ শ্রমিক, জখম ৬

ছবি সৌজন্যে এএনআই
নয়ডা: নয়ডার সেক্টর ৯৪-এ একটি নির্মীয়মান ভেঙে পড়ার ফলে মৃত্যু হল অন্তত চারজনের। জখম ৬ জন। দুর্ঘটনার পরেই সেখানে যায় পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। জখম ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সুপার (নগর) অবনীশ কুমার জানিয়েছেন, সেক্টর থানা অঞ্চলের অন্তর্গত সেক্টর ৯৪-এ একটি বহুতল তৈরি করছিল একটি সংস্থা। আজ সকাল দশটা নাগাদ সেটি ভেঙে পড়ে। ধ্বংসস্তুপের নীচে চাপা পড়ে যান ১০ জন শ্রমিক। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নৌশাদ, রাম জয়কুমার, কর্ণ ও অশোক নামে চারজনের মৃত্যু হয়। তাঁদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নির্মাণকারী সংস্থার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মৃতদের পরিবারের লোকজনকে খবর দেওয়া হচ্ছে। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















