এক্সপ্লোর
Advertisement
শুধু ক্রিকেট নয়, পাকিস্তানের সঙ্গে সবরকম ক্রীড়াগত সম্পর্ক ছিন্ন করা উচিত, বললেন সৌরভ
নয়াদিল্লি: পাকিস্তানের সঙ্গে সবরকম খেলাধুলো বন্ধ করা উচিত ভারতের। পুলওয়ামায় জৈশ ই মহম্মদের আত্মঘাতী হানার জেরে ৪০ জন সিআরপিএফ জওয়ানের মৃত্যুর প্রেক্ষিতে সৌরভ গঙ্গোপাধ্যায় এ কথা বলেছেন। বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ না হলে তাতে টিম ইন্ডিয়ার চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা কমবে না বলেও মন্তব্য করেছেন তিনি।
সিএবি-র বর্তমান সভাপতি সৌরভ বলেছেন, বিশ্বকাপে ১০টা দল খেলবে। প্রত্যেক দলকে অন্য দলের বিরুদ্ধে খেলতে হবে, ভারত যদি একটা ম্যাচ না খেলে, সেটা বড় কোনও ব্যাপার হবে বলে তিনি মনে করেন না। তবে এই প্রতিবাদ শুধু একটা ম্যাচেই সীমাবদ্ধ থাকবে, নাকি পাকিস্তানের বিরুদ্ধে সেমি ফাইনাল বা ফাইনাল ম্যাচ খেলতে হলে ভারত তাও বয়কট করবে কিনা তা তিনি বলেননি।
প্রাক্তন টিম ইন্ডিয়া অধিনায়কের মতে, ভারতকে বাদ দিয়ে বিশ্বকাপের আয়োজন করা আইসিসি-র পক্ষে অত্যন্ত কঠিন। তাই আমাদেরও দেখতে হবে আইসিসি যাতে এমন কিছু করতে না পারে, তা ভারতের নিশ্চিত করা। ব্যক্তিগতভাবে তিনি বিশ্বাস করেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর বার্তা দেওয়া উচিত। তাঁর বক্তব্য, পুলওয়ামা হামলার জেরে ভারতীয় জনগণ যেভাবে প্রতিক্রিয়া জানিয়েছেন, তা অত্যন্ত স্বাভাবিক। এমন ঘটনার পর আর পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ হওয়া সম্ভব নয়। শুধু ক্রিকেটই নয়, হকি, ফুটবল- ওদের সঙ্গে সমস্ত খেলাধুলোই বন্ধ করে দেওয়া উচিত। সৌরভ বলেছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement