এক্সপ্লোর
Advertisement
সুষমার ভাষণকে ‘প্রচারমুখী’ বলায় বিজেপির তোপ, পাল্টা তারুরের ট্যুইট, রাষ্ট্রপু্ঞ্জকে রাজনৈতিক মঞ্চ হিসাবে ব্যবহার করা যায় না
নয়াদিল্লি: বিজেপিকে পাল্টা শশী তারুরের। রাষ্ট্রপুঞ্জে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের সাম্প্রতিক ভাষণের সমালোচনা করে তাকে ‘প্রচারমুখী’ বলায় তিরুঅনন্তপুরমের কংগ্রেস সাংসদকে একহাত নেয় বিজেপি। জবাবে তারুর বললেন, জাতীয় পতাকার আড়ালে লুকানো যায় না, রাষ্ট্রপু্ঞ্জকেও রাজনৈতিক মঞ্চ হিসাবে ব্যবহার করা চলে না।
কেন তিনি সুষমার সমালোচনা করেছেন, ব্যাখ্যা করে তারুর ট্যুইটে বলেছেন, উনি রাষ্ট্রপুঞ্জের ভাষণে দশবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম করেছেন, ভারতের উল্লেখ করেছেন মাত্র ৫ বার! সুষমার ভাষণ কি রাষ্ট্রপুঞ্জের বক্তৃতা না বিজেপির স্লোগান, প্রশ্ন তুলে তারুর বলেছেন, উনি ভাষণের প্রথম অর্ধটা মোদীর ‘নয়া ভারত’-এর স্বপ্নের উল্লেখ করে স্বচ্ছ ভারত মিশনের মতো কর্মসূচি নিয়ে আলোচনাতেই খরচ করলেন। তারুরের ট্যুইট, সুষমা স্বরাজের বক্তৃতাকে প্রচারমূলক ভাষণ বলায় বিজেপির সমালোচনায় একটু সমৃদ্ধ হলাম। উনি ভাষণে নরেন্দ্র মোদীর কথা বলেছেন দশ বার, ভারত সম্পর্কে বা তার জন্য বলেছেন মাত্র ৫ বার। রাষ্ট্রপুঞ্জকে রাজনৈতিক মঞ্চকে কাজে লাগিয়ে পতাকার পিছনে লুকোতে পারবেন না। সুষমা স্বরাজের ভাষণের প্রথম পর্বটা চলে গেল নরেন্দ্র মোদীর নয়া ভারত-এর পরিকল্পনার ফিরিস্তি দিতে, স্বচ্ছ ভারত, স্বাস্থ্য ভারত, সমর্থ ভারত, সুরক্ষিত ভারত, শিক্ষিত ভারত, বিকশিত ভারত, উর্জাবন ভারত, শক্তিমান ভারত। এ কি রাষ্ট্রপুঞ্জের ভাষণ না বিজেপির স্লোগান?
Most of the first half of the @SushmaSwaraj speech was devoted to plugging @narendramodi's vision for “New India”: SwachhBharat, SwasthBharat, SamarthBharat, SurakshitBharat, ShikshitBharat, ViksitBharat, UrjawanBharat, ShaktimanBharat. Was this a @un speech or BJP slogans? https://t.co/eCzQDDP3P9
— Shashi Tharoor (@ShashiTharoor) October 2, 2018
তারুর বিদেশমন্ত্রীর রাষ্ট্রপুঞ্জের ভাষণের নিন্দা করায় বিজেপি মুখপাত্র সুধাংশু ত্রিবেদী তাঁকে নিশানা করে বলেন, রাজনৈতিক দল নির্বিশেষে বিদেশে ভারতের অবস্থান একসুরে তুলে ধরার প্রথাকে অগ্রাহ্য করছে বিরোধী দল। তিনি আরও বলেন, দিন দিন কংগ্রেস পাকিস্তানের সুরে কথা বলছে। তারুরের মন্তব্য কোনও বিচ্ছিন্ন ব্যাপার নয়। প্রতিবেশী রাষ্ট্রের ভাষাতেই প্রায় কথা বলে বিরোধী দলটি। পাকিস্তানের ভাষায়, কায়দায়, ওদের সুরেই নানা ইস্যুতে কথা বলে, কংগ্রেসের দেশের কাছে ক্ষমা চাওয়া উচিত।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement