এক্সপ্লোর
Advertisement
জম্মু ও কাশ্মীরে সরকার গড়তে হাত মেলাচ্ছে পিডিপি, ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেস
শ্রীনগর: জম্মু ও কাশ্মীরে অচলাবস্থা কাটানোর জন্য রাজনৈতিক মতবিরোধ দূরে সরিয়ে রেখে হাত মেলাচ্ছে পিডিপি ও ন্যাশনাল কনফারেন্স। এই দুই দল ও কংগ্রেস মিলে জোট সরকার গড়তে চলেছে বলে জানিয়েছেন আলতাফ বুখারি। আজ ন্যাশনাল কনফারেন্সের সহ-সভাপতি ওমর আবদুল্লার সঙ্গে বুখারির বৈঠকে রফাসূত্র মেলে বলে জানা গিয়েছে। জম্মু ও কাশ্মীর বিধানসভায় মোট বিধায়ক সংখ্যা ৮৭। ন্যাশনাল কনফারেন্স, পিডিপি ও কংগ্রেসের মিলিত বিধায়ক সংখ্যা যা, তাতে এই তিন দলের জোট সরকার গড়তে কোনও সমস্যাই নেই।
এ বিষয়ে বুখারি জানিয়েছেন, ‘আমাদের বিশেষ অধিকার রক্ষার জন্য কংগ্রেস, পিডিপি ও ন্যাশনাল কনফারেন্সের ৬০ বেশিরও বেশি বিধায়ককে নিয়ে জোট গড়া হয়েছে। ৩৭০ ও ৩৫ এ ধারা রক্ষা করার জন্যই জোট গড়া হয়েছে। সাম্প্রদায়িক শক্তিকে ঠেকিয়ে রাখতে হবে। বিজেপি-কে দূরে রাখতেই আমরা সরকার গড়ার জন্য এক হচ্ছি।’
জম্মু ও কাশ্মীরে বিজেপি-পিডিপি সরকার পড়ে যাওয়ার পর রাজ্যপালের শাসন জারি হয়েছে। ১৯ ডিসেম্বর রাজ্যপালের শাসনের ৬ মাসের মেয়াদ পূর্ণ হচ্ছে। তারপর আর রাজ্যপালের শাসন বজায় রাখা যাবে না। সেক্ষেত্রে রাষ্ট্রপতি শাসন জারি করার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে রাজ্যপাল সত্যপাল মালিক এখনও বিধানসভা ভেঙে দেননি। ফলে নতুন সরকার গঠন করা যেতেই পারে।
এ বিষয়ে বুখারি বলেছেন, ’১৯ ডিসেম্বরের আগেই রাজ্যপাল বিধানসভা ভেঙে দেবেন না আমাদের সরকার গড়তে দেবেন, সেটা তাঁর উপর নির্ভর করছে। তবে কালকের মধ্যেই মানুষ ভাল খবর পাবেন।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
খবর
খবর
কলকাতা
Advertisement