এক্সপ্লোর
Advertisement
কন্দহরগামী বিমানের পাইলটের ভুলে ফিরল ১৯ বছর আগের অপরহণের আতঙ্ক
নয়াদিল্লি: ১৯ বছর আগের অপহরণের আতঙ্ক ফিরল দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে। নয়াদিল্লি থেকে কন্দহরগামী বিমানের পাইলট ‘ভুল’ করে ‘হাইজ্যাক বাটন’ টিপে দেন। এরপরেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। ছুটে আসেন এনএসজি কম্যান্ডোরা। দু’ঘণ্টা পরে নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট হয়ে বিমানটিকে রওনা হওয়ার অনুমতি দেন নিরাপত্তারক্ষীরা।
ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটির (বিসিএএস) আধিকারিকরা জানিয়েছেন, আজ বিকেল সাড়ে তিনটে নাগাদ বিমানটির কন্দহরের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। বিমানটিতে ১২৪ জন যাত্রী, একটি শিশু এবং ৯ জন ক্রু মেম্বার ছিলেন। বিমানটি ওড়ার ঠিক আগের মুহূর্তে পাইলট ভুল করে অপহরণের সঙ্কেত দিয়ে ফেলেন। এরপরেই বিমানটিকে নিরাপদ জায়গায় সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। শুরু হয় তল্লাশি। কিন্তু অপহরণের আশঙ্কা ভুল বলে জানা যায়। শেষপর্যন্ত বিমানটি গন্তব্যে রওনা হয়।
১৯৯৯ সালের ২৪ ডিসেম্বর কাঠমাণ্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নয়াদিল্লির ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে আসা ইন্ডিয়ান এয়ারলাইন্সের বিমান অপহরণ করে হরকত-উল-মুজাহিদিন জঙ্গিরা। বিমানটিকে বিভিন্ন স্থানে ঘুরিয়ে শেষে কন্দহরে নিয়ে যাওয়া হয়। যাত্রী ও ক্রু মেম্বারদের মুক্ত করার জন্য মাসুদ আজহার সহ তিন জঙ্গিকে ছেড়ে দিতে বাধ্য হয় কেন্দ্রীয় সরকার। আজ ফের সেই কন্দহরগামী বিমানই অপহরণের আতঙ্ক ছড়াল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement