এক্সপ্লোর
রস আইল্যান্ডের নয়া নাম ‘নেতাজি সুভাষচন্দ্র বোস দ্বীপ’, ডিমড বিশ্ববিদ্যালয় তৈরির ঘোষণা প্রধানমন্ত্রীর
পোর্ট ব্লেয়ার: দু’দিনের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ সফরের প্রথম দিন তিনটি দ্বীপের নয়া নামকরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৭৫ বছর আগে আন্দামানে জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। সেই উপলক্ষে রস আইল্যান্ডের নয়া নাম দেওয়া হয়েছে ‘নেতাজি সুভাষচন্দ্র বোস দ্বীপ’। নীল আইল্যান্ডের নয়া নাম ‘শহিদ দ্বীপ’ এবং হ্যাভলক আইল্যান্ডের নাম ‘স্বরাজ দ্বীপ’।
এদিন একটি স্মারক ডাকটিকিট এবং ৭৫ টাকার কয়েনও প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি নেতাজির নামে একটি ডিমড বিশ্ববিদ্যালয় তৈরি করার কথাও ঘোষণা করেন। মেরিনা পার্কে গিয়ে ১৫০ ফুট উঁচু স্তম্ভে জাতীয় পতাকা উত্তোলন করেন মোদী। তিনি নেতাজির মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এরপর পোর্ট ব্লেয়ারের সেলুলার জেলেও যান প্রধানমন্ত্রী। ব্রিটিশ আমলের কুখ্যাত এই কারাগার ঘুরে দেখে বিপ্লবীদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement