এক্সপ্লোর
করোনা ভাইরাস মোকাবিলায় বিশ্বের সফলতম রাষ্ট্রনায়কের স্বীকৃতি, অ্যাপ্রুভাল রেটিংয়ে সবার আগে প্রধানমন্ত্রী মোদি
সারা বিশ্বে করোনা ভাইরাসের মোকাবিলায় কী কাজ হচ্ছে, তার ভিত্তিতেই এই রেটিং করা হয়েছে।
![করোনা ভাইরাস মোকাবিলায় বিশ্বের সফলতম রাষ্ট্রনায়কের স্বীকৃতি, অ্যাপ্রুভাল রেটিংয়ে সবার আগে প্রধানমন্ত্রী মোদি PM Narendra Modi Tops Morning Consults List of World Leaders in Dealing With COVID-19 Pandemic, Approval Rating of Indian PM Surges From 62 to 68 করোনা ভাইরাস মোকাবিলায় বিশ্বের সফলতম রাষ্ট্রনায়কের স্বীকৃতি, অ্যাপ্রুভাল রেটিংয়ে সবার আগে প্রধানমন্ত্রী মোদি](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/04/22191901/Capture-pti-modi.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: করোনা ভাইরাস মোকাবিলায় বিশ্বের সফলতম রাষ্ট্রনায়কের স্বীকৃতি পেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি মার্কেট রিসার্চ কোম্পানি ‘মর্নিং কনসাল্ট’-এর রিপোর্ট অনুযায়ী, বিশ্বের অন্যান্য উন্নত ও উন্নয়নশীল দেশগুলির তুলনায় ভারত অনেক ভালভাবে করোনা ভাইরাসের মোকাবিলা করছে। এ মাসে প্রধানমন্ত্রী মোদির অ্যাপ্রুভাল রেটিং বেড়ে হয়েছে ৬৮, যা এ বছরের জানুয়ারিতে ছিল ৬২। এক্ষেত্রে বিশ্বের সব রাষ্ট্রনায়কের চেয়ে এগিয়ে ভারতের প্রধানমন্ত্রী। ১৪ এপ্রিল পর্যন্ত তাঁর অ্যাপ্রুভাল রেটিংই সবচেয়ে বেশি।
সারা বিশ্বে করোনা ভাইরাসের মোকাবিলায় কী কাজ হচ্ছে, তার ভিত্তিতেই এই রেটিং করা হয়েছে। এ বছরের জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রেটিং ছিল মাইনাস ১০। সেটা এখন হয়েছে মাইনাস ৩। করোনা ভাইরাস মোকাবিলায় সন্তোষজনক ভূমিকা পালন করতে পারেননি ট্রাম্প।
ভারতের প্রধানমন্ত্রী ও মার্কিন প্রেসিডেন্ট ছাড়াও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট জন মরিসন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো, জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেল, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাঁকর, জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও মেক্সিকোর প্রেসিডেন্ট লোপেজ অবরাডরকে রেটিং দেওয়া হয়েছে। মোদির পর দ্বিতীয় সেরা রেটিং মেক্সিকোর প্রেসিডেন্টের।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ক্রিকেট
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)