এক্সপ্লোর
Advertisement
স্থানীয় নির্বাচনের আগে জম্মুর গৃহবন্দি রাজনৈতিক নেতাদের মুক্তি প্রশাসনের, কাশ্মীরে বহাল বিধিনিষেধ
ন্যাশনাল কনফারেন্স (এনসি)নেতা, জম্মুর দুই প্রাক্তন বিধায়ক দেবেন্দ্র রানা ও জাভেদ রানা সাংবাদিকদের জানান, পুলিশ তাঁদের বলেছে, আমরা এখন যে কোনও ধরনের রাজনৈতিক কার্যকলাপ চালাতে পারি। আমাদের ওপর জারি থাকা বিধিনিষেধ উঠে গিয়েছে।
নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীরে চলতি মাসে নির্ধারিত ব্লক ডেভেলপমেন্ট কাউন্সিল (বিডিসি) নির্বাচনের প্রাক্কালে জম্মুর গৃহবন্দি বিরোধী শিবিরের রাজনৈতিক নেতাদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত রাজ্য প্রশাসনের। গত ৫ আগস্ট সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ রদের মাধ্যমে রাজ্যের বিশেষ মর্যাদা প্রত্যাহারের পরই বিভিন্ন রাজনৈতিক দলের একাধিক নেতাকে গৃহবন্দি করা হয় জম্মু ও কাশ্মীরে, যাঁদের মধ্যে ছিলেন ৩ প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা, ওমর আবদুল্লা, মেহবুবা মুফতি, বিধায়ক ও মন্ত্রীরাও। প্রায় ২ মাস বাদে শুধু জম্মুতে বন্দি রাজনৈতিক নেতাদের ওপর থেকে বিধিনিষেধ ‘তুলে নেওয়া’র পদক্ষেপ করল প্রশাসন। যদিও কাশ্মীরে এখনও তা বহাল রয়েছে। ন্যাশনাল কনফারেন্স (এনসি)নেতা, জম্মুর দুই প্রাক্তন বিধায়ক দেবেন্দ্র রানা ও জাভেদ রানা সাংবাদিকদের জানান, পুলিশ তাঁদের বলেছে, আমরা এখন যে কোনও ধরনের রাজনৈতিক কার্যকলাপ চালাতে পারি। আমাদের ওপর জারি থাকা বিধিনিষেধ উঠে গিয়েছে।
সূত্রের খবর, রমন ভাল্লা, হর্ষদেব সিংহ, চৌধুরি লাল সিংহ, বিকার রসুল, সুরজিত্ সিংহ স্লাথিয়া, সাজ্জাদ আহমেদ কিচলু-প্র্রমুখ নেতাদেরও ছেড়ে দেওয়া হয়েছে। জম্মুর ডিভিশনাল কমিশনার সঞ্জীব ভার্মা অবশ্য এই নেতাদের কখনই আটক করা হয়নি বলে এক প্রশ্নের উত্তরে দাবি করেছেন। ওঁরা আগেও অবাধে ঘোরাফেরা করতেন, আমরা কখনই ওঁদের বাধা দিইনি বলে জানিয়েছেন তিনি।
কেন্দ্রের আলোড়ন ফেলা সিদ্ধান্তের পর গৃহবন্দি রাজনৈতিক নেতাদের আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবদের সঙ্গে দেখা করার, চিকিত্সা বা ব্যক্তিগত কারণে রাজ্যের বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হলেও কোনওরকম রাজনৈতিক কর্মসূচি পালনের অনুমতি ছিল না।
জম্মু ও কাশ্মীরের মুখ্য নির্বাচনী অফিসার সম্প্রতি প্রথম বিডিসি নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ করেন। ভোটগ্রহণ ও গণনা একইদিনে। এই নির্বাচনের মাধ্যমে বাছাই হওয়া সরপঞ্চ ও পঞ্চরা পঞ্চায়েতি রাজ ব্যবস্থার দ্বিতীয় স্তর কাউন্সিলের চেয়ারপার্সনদের নির্বাচিত করবেন। তার দুদিন বাদেই জম্মুর গৃহবন্দি নেতাদের ছেড়ে দেওয়ার এই সিদ্ধান্ত।
প্রধানমন্ত্রীর দপ্তরের (পিএমও) প্রতিমন্ত্রী ডঃ জিতেন্দ্র সিংহ সম্প্রতি বিজেপি এই নির্বাচনে যোগদানে তৈরি বলে জানান। এক প্রশ্নের উত্তরে তিনি দাবি করেন, বিডিসি নির্বাচনে প্রার্থী হতে পারেন, এমন কোনও রাজনীতিককেই আটক করা হয়নি।
রানা সংবাদ সংস্থাকে বলেন, গতকাল রাতে আমায় বলা হয়, আমার ও আমার সহকর্মীদের গতিবিধির ওপর বিধিনিষেধ প্রত্যাহার করা হয়েছে। গাঁধী জয়ন্তীতে আমরা গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্ব রক্ষা করার দৃঢ় শপথের কথা ফের উচ্চারণ করছি। এগুলি জম্মু ও কাশ্মীরের মহান ঐতিহ্যের ভিত্তি। মহাত্মা গাঁধী ১৯৪৭-এ জম্মু ও কাশ্মীরে যে আশার আলো দেখেছিলেন, তার শিখা বহন করার শক্তি দিতে ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। জম্মু ও কাশ্মীর থেকে সবসময় আলোকশিখার বিচ্ছুরন হবে এবং তার আভা সারা দেশে, বিশ্বে দেখা যাবে, এটা সুনিশ্চিত করতে কাজ করব আমরা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
খবর
Advertisement