এক্সপ্লোর
প্রয়াত প্রণব মুখোপাধ্যায়: রাজ্যে আগামীকাল বন্ধ থাকবে সকল সরকারি প্রতিষ্ঠান
প্রয়াত নেতাকে শ্রদ্ধা জানাতে সাতদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে কেন্দ্র।

কলকাতা: প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় চলে গেলেন। প্রয়াত নেতাকে শ্রদ্ধা জানাতে সাতদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে কেন্দ্র। পশ্চিমবঙ্গ সরকার আগামীকাল সমস্ত সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত অফিস ও প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। শেষকৃত্য যদি অন্যদিন হয়, সেইদিনও একইভাবে প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতিকে শ্রদ্ধা জানানো হবে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। ১ সেপ্টেম্বর রাজ্যের পুলিশ দিবস। প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণের পর ওই দিবস ৮ সেপ্টেম্বর পালন করা হবে। রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এবিপি আনন্দকে বলেছেন, ‘শোকপ্রকাশ নিয়ে কেন্দ্রের যা নির্দেশ রয়েছে তা রাজ্যেও পালিত হবে। জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। আগামীকাল সরকারি ও সরকার পোষিত সমস্ত প্রতিষ্ঠানে ছুটি থাকবে। কাল যদি শেষকৃত্য হয় তো অন্য কথা। তা নাহলে যেদিন শেষকৃত্য হবে, সেদিনও রাজ্যের সমস্ত সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠান বন্ধ থাকবে। কাল পুলিশ দিবস ঘোষণা করা আছে। তবে তার উদযাপন হবে ৮ তারিখ।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















