এক্সপ্লোর
Advertisement
প্রয়াত প্রণব মুখোপাধ্যায়: রাজ্যে আগামীকাল বন্ধ থাকবে সকল সরকারি প্রতিষ্ঠান
প্রয়াত নেতাকে শ্রদ্ধা জানাতে সাতদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে কেন্দ্র।
কলকাতা: প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় চলে গেলেন। প্রয়াত নেতাকে শ্রদ্ধা জানাতে সাতদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে কেন্দ্র। পশ্চিমবঙ্গ সরকার আগামীকাল সমস্ত সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত অফিস ও প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
শেষকৃত্য যদি অন্যদিন হয়, সেইদিনও একইভাবে প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতিকে শ্রদ্ধা জানানো হবে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। ১ সেপ্টেম্বর রাজ্যের পুলিশ দিবস। প্রণব মুখোপাধ্যায়ের প্রয়াণের পর ওই দিবস ৮ সেপ্টেম্বর পালন করা হবে। রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এবিপি আনন্দকে বলেছেন, ‘শোকপ্রকাশ নিয়ে কেন্দ্রের যা নির্দেশ রয়েছে তা রাজ্যেও পালিত হবে। জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। আগামীকাল সরকারি ও সরকার পোষিত সমস্ত প্রতিষ্ঠানে ছুটি থাকবে। কাল যদি শেষকৃত্য হয় তো অন্য কথা। তা নাহলে যেদিন শেষকৃত্য হবে, সেদিনও রাজ্যের সমস্ত সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠান বন্ধ থাকবে। কাল পুলিশ দিবস ঘোষণা করা আছে। তবে তার উদযাপন হবে ৮ তারিখ।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement